এ দিনের সভা থেকে মমতা বলেন, উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Election 2022) অখিলেশকে জেতাতে সব রকম সাহায্য করবে তৃণমূল। উত্তরপ্রদেশে তৃণমূল লড়ছে না, অখিলেশ যাদব লড়ছেন, অখিলেশকে জেতান আপনারা। বিজেপিকে সরাসরি আক্রমণ করে মমতা বলেন, বিজেপি জাতপাতের রাজনীতি করে, আমরা করি না। সেই কারণেই বলছি, যোগী যদি আবার ক্ষমতায় আসেন, তাহলে সব শেষ হয়ে যাবে। তাই ভোট ভাগ হতে দেবেন না।
advertisement
২০২৪-এ লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিধানসভা নির্বাচনের পর থেকেই দেশের বিভিন্ন অংশে পৌঁছে যাচ্ছেন মমতা। সেই পরিকল্পনার অংশ হিসাবেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh Assembly Election 2022) অখিলেশের প্রচারে উপস্থিত হলেন মমতা। করোনা কালের একাধিক প্রসঙ্গও মমতা এদিন তাঁর সভা থেকে তোলেন। উঠে আসে পরিযায়ী শ্রমিক থেকে গঙ্গায় দেহ ভেসে আসার প্রসঙ্গ। টিকাকরণের প্রসঙ্গও তোলেন মমতা। মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার বিনামূল্যে টিকাকরণের কৃতিত্ব নিতে চাইছে, কিন্তু সাধারণ মানুষের টাকাতেই টিকাকরণ করেছে কেন্দ্রীয় সরকার। তাই বিনামূল্যে দেওয়ার কৃতিত্ব কেন্দ্রের নয়। পাশাপাশি মমতা দাবি তোলেন, গঙ্গায় কোভিডে মৃতের দেহ ভাসিয়েছিল সরকার।
আরও পড়ুন-পরকীয়ায় আসক্ত স্বামীকে হাতে-নাতে ধরতে এ কী করলেন স্ত্রী! হার মানালেন গোয়েন্দাদেরও
পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গে বলেন, যে পরিযায়ী শ্রমিকরা মারা গিয়েছেন, যে মানুষরা এনআরসি-তে মারা গিয়েছেন, তাঁদের চাকরি দেওয়া উচিত। পাশাপাশি মমতা তুলে আনেন বিধানসভা ভোটের সময় বিজেপি-র তোলা বিভিন্ন ইস্যুও। তিনি বলেন, পশ্চিমবঙ্গে গিয়ে বিজেপি বলে এসেছিল, রাজ্যে নাকি দুর্গাপুজো করতে দেওয়া হয় না। এখন ইউনেসকো স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া অখিলেশ জিতলে উত্তরপ্রদেশের সঙ্গে মিলে কাজ করার কথাও বলেন মমতা। তাঁর উল্লেখ, অখিলেশ জিতলে পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ মিলে কাজ করবে। চামড়ার ইন্ডাস্ট্রি তৈরি হবে, পর্যটন ইন্ডাস্ট্রি তৈরি হবে।
মমতা এর পরে আনেন কৃষি বিলের প্রসঙ্গ। বলেন, বিজেপি আবার ক্ষমতায় এলে নতুন রূপে কৃষি বিল নিয়ে আসবে। সেই কারণেই বিজেপিকে হারাতে মা-বোনেদের একসঙ্গে লড়তে হবে। ভোট যেন ভাগ না হয়। বাংলা সেটা করে দেখিয়েছে, তাই কেউ চিন্তা করবেন না, ভয় পাবেন না। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখাবে, কিন্তু লড়তে হবে।