TRENDING:

Mamata Banerjee in Delhi: বুধবার মোদির সঙ্গে বৈঠক, দিল্লি সফরে সম্ভবত সনিয়ার সঙ্গে দেখা হচ্ছে না মমতার

Last Updated:

তৃণমূল সূত্রে খবর, আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রধানমন্ত্রীর বাসভবনেই দু' জনের মধ্যে বৈঠক হবে (Mamata Banerjee in Delhi)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি:  ত্রিপুুরায় তৃণমূলের উপর হামলার অভিযোগে দিনভর সরগরম ছিল দিল্লির রাজনীতি৷ নর্থ ব্লকে ধর্নার পর বিকেলে অমিত শাহের সঙ্গে দেখা করার সুযোগ পান তৃণমূল সাংসদরা৷ তার কিছুক্ষণই পরই বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee in Delhi)৷ যদিও দিল্লিতে নেমে সাংবাদিকদের সামনে কোনও প্রতিক্রিয়া দেননি মুখ্যমন্ত্রী৷ বিমানবন্দর থেকে সরাসরি সাউথ অ্যাভিনিউতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাটে চলে যান তিনি৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

আগামী বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন দিল্লি যাওয়ার আগে নিজেই এ কথা জানান মুখ্যমন্ত্রী৷ প্রধানমন্ত্রীর বাসভবনেই দু' জনের মধ্যে বৈঠক হবে (Mamata Modi Meeting)৷ মুখ্যমন্ত্রী কলকাতা ছাড়ার সময়ই জানিয়েছেন, সীমান্ত এলাকায় বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাবেন৷ ইতিমধ্যেই এ বিষয়ে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাশ হয়েছে৷ তবে আগামিকাল, মঙ্গলবার দিল্লিতে তৃণমূলনেত্রীর কী কর্মসূচি রয়েছে, তা এখনও স্পষ্ট নয়৷

advertisement

কলকাতা থেকে বিমান ধরার আগে মুখ্যমন্ত্রী বলেন, 'আগামী বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে আমি দেখা করব৷ রাজ্যের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হব, বিশেষত বিএসএফ-এর এক্তিয়ার বৃদ্ধির বিষয়টি আমি তুলব৷'

আরও পড়ুন: নিশানায় অমিত শাহ, দিল্লি সফরের কারণ জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

তবে এবারের দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সনিয়া গান্ধির কোনও সাক্ষাৎ হবে না বলেই খবর৷ দিল্লি গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সভানেত্রীর সঙ্গে দেখা করতে পারেন বলে শোনা যাচ্ছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বিশেষত, দুই দলের মধ্যে গত কয়েকমাসে যে ভাবে বিভিন্ন ইস্যুতে তিক্ততা প্রকাশ্যে এসেছে, তাতে সনিয়া-মমতা সাক্ষাতের দিকে তুমুল আগ্রহ নিয়ে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল৷ জুলাই মাসে শেষবার দিল্লি সফরে এসেও সনিয়া ও রাহুল গান্ধির সঙ্গে দেখা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এবার সেরকম সম্ভাবনা নেই বলেই তৃণমূল এবং কংগ্রেস সূত্রে খবর৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Delhi: বুধবার মোদির সঙ্গে বৈঠক, দিল্লি সফরে সম্ভবত সনিয়ার সঙ্গে দেখা হচ্ছে না মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল