TRENDING:

Mamata Banerjee in Uttar Pradesh: 'অন্যের ভোট কেটে লাভ কী?' কংগ্রেসকে বিঁধেই লখনউ গেলেন মমতা

Last Updated:

মমতাকে উত্তর প্রদেশে প্রচারে যাওয়ার জন্য কলকাতায় এসে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ৷ অখিলেশের দূত হয়েই এসেছিলেন কিরণময়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উত্তর প্রদেশে নির্বাচনী (Uttar Pradesh Elections 2022) প্রচারে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ লখনউতে অখিলেশ যাদবের সঙ্গে ভার্চুয়াল সভায় অংশ নেওয়ার পাশাপাশি একসঙ্গে সাংবাদিক বৈঠকও করবেন তৃণমূলনেত্রী (Mamata Banerjee in Uttar Pradesh)৷ লখনউ রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমি চাই সমাজবাদী পার্টি জিতুক, বিজেপি হারুক৷ অখিলেশ যে লড়াই করছেন তার সঙ্গে সবার থাকা উচিত৷ আমরা উত্তর প্রদেশে লড়ছি না, তা সত্ত্বেও নৈতিক সমর্থন জানাচ্ছি৷'
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

এ দিনও মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষেপের সুরে বলেন, তিনি চেয়েছিলেন উত্তর প্রদেশে বিরোধীরা ঐক্যবদ্ধ ভাবে লড়ুক৷ কংগ্রেসের নাম না করেই মমতা বলেন, 'একসঙ্গে লড়লে ভাল হত৷ ফল মিলবে না জেনেও অন্যের ভোট কেটে লাভ কী? আমরা চেষ্টা করেছিলাম, কেউ শোনেনি৷ অখিলেশের পাশে সবাই থাকলে তাঁর জয়ের সম্ভাবনা আছে৷' মুখ্যমন্ত্রী বলেন, উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি জয়ী হলে দেশ সঠিক দিশা পাবে৷

advertisement

আরও পড়ুন: কোনও বিধায়ক লড়ছেন না, নতুনদের সুযোগ, পুরসভার প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

মমতাকে উত্তর প্রদেশে প্রচারে যাওয়ার জন্য কলকাতায় এসে আমন্ত্রণ জানিয়ে গিয়েছিলেন সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ৷ অখিলেশের দূত হয়েই এসেছিলেন কিরণময়৷ লখনউয়ের পর উত্তর প্রদেশের শেষ দফার ভোটের আগে বারাণসীতেও প্রচারে যাওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তৃণমূলনেত্রীও এ দিন জানিয়েছেন, বারাণসীতে প্রচারে যাবেন তিনি৷ মমতা বলেন, 'বারাণসীর শিব মন্দিরে যাওয়ার ইচ্ছে রয়েছে আমার৷ গঙ্গার ঘাটে প্রদীপ জ্বালানোও দেখতে চাই৷ তার সঙ্গে মিটিংও করে নেবো৷'

advertisement

আরও পড়ুন: ধারালো 'চপার' নিয়ে 'আক্রমণ'... ভোটমুখী গোয়ায় প্রচারে গিয়ে যা হল তৃণমূলের বাবুল সুপ্রিয়র সঙ্গে!

বারাণসীর সাংসদ খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ যদিও এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, 'প্রত্যেকেরই তো কোনও না কোনও নির্বাচনী কেন্দ্র থাকে৷ যেমন আমার ভবানীপুর৷ সেরকম প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্রও বারাণসী৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিনি ফুটবল টুর্নামেন্টে বড়সড় পুরস্কার! চার চাকা গাড়ি, বুলেট বাইক কী নেই..!
আরও দেখুন

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পাঁচ রাজ্যে নির্বাচন হলেও তিনি শুধু উত্তর প্রদেশেই প্রচার করবেন৷ তৃণমূলনেত্রী বলেন, 'গোয়াটা অন্য একজন দেখছেন৷' প্রসঙ্গত, গোয়ায় মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই নির্বাচনী লড়াইয়ে নেমেছে তৃণমূল৷ মমতা অবশ্য এ দিন জানিয়েছেন, পঞ্জাবের বিধানসভা নির্বাচনে প্রার্থী না দিলেও লোকসভা নির্বাচনে প্রার্থী দেবে তৃণমূল৷ তিনি নিজেও প্রচারে যাবেন পঞ্জাবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee in Uttar Pradesh: 'অন্যের ভোট কেটে লাভ কী?' কংগ্রেসকে বিঁধেই লখনউ গেলেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল