Babul Supriyo: ধারালো 'চপার' নিয়ে 'আক্রমণ'... ভোটমুখী গোয়ায় প্রচারে গিয়ে যা হল তৃণমূলের বাবুল সুপ্রিয়র সঙ্গে!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Babul supriyo: রবিবার গোয়ায় ভোট প্রচারের সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে ট্যুইট করে জানিয়েছেন তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়।
#কলকাতা: ভোটমুখী গোয়ায় (Goa Assembly Election 2022) প্রচারে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন বলে অভিযোগ তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়র। রবিবার গোয়ায় ভোট প্রচারের সময় তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে ট্যুইট করে জানিয়েছেন তৃণমূল নেতা (TMC) বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। ট্যুইট বার্তায় বাবুল সুপ্রিয় লেখেন, এক দুষ্কৃতী আচমকা তাঁদের ওপর চড়াও হয় ভোট প্রচার চলাকালীন।

বাবুলের (Babul Supriyo) অভিযোগ, তাঁর উপর হামলা চালানো ওই দুষ্কৃতী একটি স্থানীয় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। সেই রাজনৈতিক দলের সঙ্গে বিজেপি (BJP) ও কংগ্রেস (Congress) দুই জাতীয় দলেরই যোগসাজশ রয়েছে।
advertisement
advertisement
তাঁর ট্যুইটার পোস্টে বাবুল লেখেন, ‘গোয়ার স্থানীয় একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত দুষ্কৃতী আমার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। কংগ্রেস ও বিজেপি-র মতো দুই জাতীয় দলের আশীর্বাদেই নির্বাচনে (Goa Assembly Election 2022) লড়ছে ওই দলটি (A Goa Local Party)। কিন্তু নিরাপত্তাক্ষীদের জন্য আমি রক্ষা পেয়েছি।’’
advertisement

তাঁর উপর হামলার ঘটনা নিয়ে একের পর এক ট্যুইট করেছেন বাবুল (Babul Supriyo)। জানিয়েছেন, ওই ঘটনার পর সঙ্গে সঙ্গেই পুলিশ চলে আসে সেখানে। তবে তিনি এখনও কোনও লিখিত অভিযোগ জানাননি। বাবুল আরও লেখেন, ‘মানুষের কাছে ভোট চাওয়া প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার। আমি একাই ওই দুষ্কৃতীকে শায়েস্তা করতে পারতাম। কিন্তু তত ক্ষণে পুলিশ চলে এসেছে। তবে এই ঘটনায় আমরা কোনও এফ আই আর করিনি এখনও।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2022 12:04 AM IST