TRENDING:

Mamata Banerjee৷ Farm Laws Repealed: 'কৃষকদের জয়', আইন প্রত্যাহারের ঘোষণায় অভিনন্দন জানিয়ে বার্তা মমতার

Last Updated:

গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, সংশোধিত তিনটি কৃষি আইনই প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার (Mamata Banerjee reaction on Farm Laws Repealed)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত আন্দোলনকারী কৃষকদের জয়৷ নরেন্দ্র মোদি কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত (Farm Laws Repealed) ঘোষণার পরই কৃষকদের অভিনন্দন জানিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ একই সঙ্গে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করতে গিয়ে যে কৃষকরা প্রাণ হারিয়েছেন, তাঁদের কথাও স্মরণ করে সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

ট্যুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, 'বিজেপি-র নির্মমতার কাছে নত না হয়ে যে কৃষকরা নিরবিচ্ছিন্ন ভাবে লড়াই চালিয়ে গিয়েছেন, তাঁদের প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন৷ এটা আপনাদের জয়৷ এই লড়াই যাঁরা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদেরকে আমার গভীর সমবেদনা জানাই৷'

গুরু নানকের জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, সংশোধিত তিনটি কৃষি আইনই প্রত্যাহার করে নিচ্ছে কেন্দ্রীয় সরকার৷ আগামী ২৯ নভেম্বর থেকে সংসদে অধিবেশন শুরু হলেই আইন প্রত্যাহারের সাংবিধানিক প্রক্রিয়া সরকার শুরু করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী৷

advertisement

আরও পড়ুন: তিন কৃষি আইন প্রত্যাহার, দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে বড় ঘোষণা নরেন্দ্র মোদির

একই সঙ্গে অবশ্য প্রধানমন্ত্রী এ দিনও দাবি করেছেন, কৃষকদের স্বার্থ রক্ষা করার জন্যই এই তিনটি আইন নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার৷ কয়েকজন কৃষককে বোঝাতে না পারার ব্যর্থতা সরকারের বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে শুরু থেকেই সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দেখা করে এসেছেন তৃণমূলের সাংসদরা৷ কৃষকদের সঙ্গে ফোনে কথা বলে সমর্থন জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আবার কলকাতায় এসে তাঁর সঙ্গে দেখা করে গিয়েছেন রাকেশ টিকায়েতের মতো কৃষক নেতা৷ গত এক বছরে বার বার কৃষি আইন প্রত্যাহারের দাবিতেও সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ স্বভাবতই এ দিন নরেন্দ্র মোদির ঘোষণায় উৎফুল্ল ঘাসফুল শিবির৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee৷ Farm Laws Repealed: 'কৃষকদের জয়', আইন প্রত্যাহারের ঘোষণায় অভিনন্দন জানিয়ে বার্তা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল