বাংলার ভোটের 'খেলা হবে' স্লোগান ইতিমধ্যেই জনপ্রিয় হয়েছে উত্তর প্রদেশেও। সেই সূত্রেই এদিন মঞ্চেও ছিল ফুটবল। বললেন, ''বারাণসীতেও খেলা হবে। এই খেলা এত সহজ নয়। তবে আপনারা পারবেন। আপনারাই বিজেপিকে উপযুক্ত জবাব দেবেন।'' এরপরই সরাসরি তিনি আক্রমণ করেন যোগী আদিত্যনাথকে। মমতার আক্রমণ, ''উনি সাধু সন্নাসীদের নাম খারাপ করছেন। নামেই উনি যোগী, আসলে ভোগী। উনি গরীবদের কী দেবেন? কিচ্ছু দেবেন না।'' কোভিড কালের কথা স্মরণ করিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''করোনার সময় গঙ্গায় মৃতদেহ ভাসিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। কিন্তু আমরা, বাংলার সরকার সেই সব দেহ উদ্ধার করে শেষকৃত্য করেছি।''
advertisement
আরও পড়ুন: পুরভোটের ফলের পরই একটা ছোট্ট ট্যুইট, তাতেই শোরগোল ফেললেন লকেট! তাহলে কি...
এদিন সভাস্থলে ভিড়ও হয়েছিল প্রচুর। সেই প্রসঙ্গটি তুলে ধরেন সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ''আপনি এখানে আসতেই বিজেপির নিজের হারের কথা মনে পড়েছে। ওরা বাংলার কথা মনে করে এখানেও হারের ভয় পাচ্ছে।'' সভাস্থলের ভিড় দেখে অখিলেশের সংযোজন, ''মমতা দিদিকে দেখতে প্রচুর মানুষ এসেছেন। আমি দেখতে পাচ্ছি এখান থেকে, পুরো সভাস্থল ভর্তি হয়ে গিয়েছে।''
আরও পড়ুন: ট্রেনের চাকায় ওটা কী আটকে? মানুষের পা নাকি? হাড়হিম ঘটনা হাড়োয়ায়! বন্ধ হয়ে গেল ট্রেন
বৃহস্পতিবার উত্তরপ্রদেশের ৫৭ আসনে ভোট চলছে। তার মধ্যেই দুই হেভিওয়েটের সভা ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল বারাণসীতে। কারণ বারাণসী হল বিজেপির কাছে প্রেস্টিজ ফাইট। বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র। ফলে গতবারের ফল যদি ধরে রাখা না যায় তাহলে মর্যাদা হারাবে বিজেপি। লোকসভা ভোটের দু'বছর আগে থেকে এই ইস্যুকে সামনে রেখেই প্রচারে ঝাঁপিয়ে পড়বে বিজেপি বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা। তাই বারাণসী নিয়ে বিশেষ পরিকল্পনা করেছে বিজেপি'ও।