মেঘালয়ের নির্বাচনী প্রচারে এসে মমতা এদিন স্পষ্ট করে আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারের নীতিকেও৷ মঙ্গলবার উত্তরবঙ্গের সভা থেকে তিনি এলআইসি নিয়ে আক্রমণ করেছিলেন কেন্দ্রকে৷ এখানেও সেই ভাষাতেই তিনি আক্রমণের সুর চড়ান৷ তিনি বলেন, ‘‘এল আই সি কবে উঠে যাবে কেউ জানে না, স্টেট ব্যাঙ্ক কবে উঠে যাবে কেউ জানে না। গরিব মানুষ পয়সা পায় না। ভোট মিটলেই কেউ উজ্জ্বলা গ্যাস পায় না। গণতন্ত্রে ভোট একমাত্র রাস্তা। সেটাকে প্রয়োগ করুন।’’
advertisement
আরও পড়ুন: দেউলিয়া হয়ে গেছে পাকিস্তান! প্রকাশ্যেই তা স্বীকার করে নিলেন খোদ মন্ত্রী, এবার কী হবে?
এর আগেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘অপপ্রয়োগের’ অভিযোগ তুলেছে তৃণমূল৷ অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রীও৷ এদিনও সেই অভিযোগ তোলেন তিনি৷ মমতা বলেন, ‘‘বিজেপি, রোজ ইডি, সিবিআই নিয়ে দরজায় আসে৷ ওরা ভাবে সবাই দূর্নীতিগ্রস্ত৷ ওরা সবাই চাপিয়ে দেয়, জোর করে৷ সিএএ, এনআরসি চাপানোর চেষ্টা করে৷ কে-কি খাবে, সেটাও ওরা ঠিক করে দেয়৷’’
ত্রিপুরার প্রসঙ্গ টেনেও মমতা বলেন, ‘‘ত্রিপুরায় কি করেছে দেখেছেন? সবাই একজোট হয়ে কাজ করুন। এখানের সকলে এক সঙ্গে কাজ করুন।’’ মমতার ছিল মেঘালয়ের মহিলা ভোটের দিকে নজরও৷ তিনি সেই প্রসঙ্গে বলেন, ‘‘আমি চাই মা-বোনেরা এখানে এগিয়ে আসুন৷ মেঘালয়ে তৃণমূল কংগ্রেস জিতলে, আমাদের রাজ্য থেকে টিম এসে, বাংলার প্রকল্প চালুতে সাহায্য করব৷’’