TRENDING:

Mamata Banerjee to visit Haryana: হরিয়ানায় যেতে চান মমতা, কাজ শুরুর নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী

Last Updated:

তৃণমূলের যোগদানের জন্য এ দিন রীতিমতো নিজের অনুগামীদের নিয়ে দিল্লি এসেছিলেন অশোক তনওয়ার (Ashok Tanwar in TMC)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: ত্রিপুরা, গোয়ার পর কি এবার তৃণমূলের টার্গেট উত্তর ভারত? এ দিন দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে কীর্তি আজাদ, অশোক তনওয়ার এবং পবন ভার্মার তৃণমূলে যোগদানের পর সেই পরিকল্পনাই স্পষ্ট হচ্ছে (TMC Targets Haryana)৷ বিশেষত হরিয়ানার প্রাক্তন কংগ্রেস নেতা অশোক তনওয়ারের যোগদানের পর তাঁর অনুগামীদের উদ্দেশে বার্তায় মমতা নিজেই জানিয়েছেন, খুব শিগগিরই হরিয়ানায় যেতে চান তিনি৷ হরিয়ানায় তৃণমূলের সভা ডাকারও নির্দেশ দিয়েছেন তৃণমূলনেত্রী৷
অশোক তনওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়৷ Photo-ANI
অশোক তনওয়ারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়৷ Photo-ANI
advertisement

তৃণমূলের যোগদানের জন্য এ দিন রীতিমতো নিজের অনুগামীদের নিয়ে দিল্লি এসেছিলেন অশোক তনওয়ার (Ashok Tanwar in TMC)৷ তাঁর অনুরোধেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তখনই তিনি জানান, তৃণমূলের সংগঠন গড়ে তুলতে গোটা হরিয়ানায় ঘুরবেন অশোক৷ দিল্লি থেকে ফিরে গিয়েই হরিয়ানায় দলের সংগঠন গড়ে তুলতে সবাইকে কাজ শুরু করার নির্দেশ দেন তৃণমূলনেত্রী৷ তার পর দ্রুত তৃণমূলের সভা ডাকার নির্দেশও দিয়েছেন মমতা৷ তিনিই নিজেই যে হরিয়ানায় যেতে আগ্রহী, সেকথাও জানান মুখ্যমন্ত্রী৷

advertisement

আরও পড়়ুন: বিপ্লব সরকারের বিরুদ্ধে বিস্ফোরক সুদীপ, পুরভোটের ঠিক আগে ত্রিপুরায় ব্যাকফুটে বিজেপি

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আপনাদের সবাইকে নিয়ে চলব৷ এখান থেকে ফিরে গিয়েই কাজ শুরু করুন৷ যত দ্রুত আমায় ডাকবেন, তত দ্রুত হরিয়ানায় আসব৷ দিল্লি থেকে হরিয়ানার দূরত্ব সামান্যই৷ দেশের জন্য বিজেপি-কে হারাতে আপনারা বড় সিদ্ধান্ত নিয়েছেন৷ তার জন্য সবাইকে ধন্যবাদ৷'

advertisement

আরও পড়ুন: দেশকে সঠিক দিশা দেখাতে মমতাকেই প্রয়োজন, তৃণমূলে যোগ দিয়ে বললেন কীর্তি আজাদ

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অশোক তনওয়ার তৃণমূলের প্রচারে খুব শিগগিরই গোয়া যাবেন৷ কলকাতায় এসেও দলের গুরুত্বপূর্ণ সভায় যোগ দেবেন তিনি৷ হরিয়ানার প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অশোক তনওয়ার সিরসা কেন্দ্র থেকে লোকসভার সাংসদও নির্বাচিত হয়েছিলেন৷ কিন্তু ২০১৯ সালে হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে টিকিট বণ্টনে দুর্নীতির অভিযোগ তুলে কংগ্রেস ছাড়েন তিনি৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এর পর ২০২১ সালে নিজের দল আপনা ভারত মোর্চা গঠনের ঘোষণা করেছিলেন অশোক৷ শেষ পর্যন্ত অবশ্য তৃণমূলেই যোগদান করলেন প্রাক্তন এই কংগ্রেস নেতা৷ অশোকের জনভিত্তিকে কাজে লাগিয়েই হরিয়ানায় নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে চাইছে তৃণমূল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee to visit Haryana: হরিয়ানায় যেতে চান মমতা, কাজ শুরুর নির্দেশ দিলেন তৃণমূলনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল