ইতিমধ্যেই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি, জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়। পাশাপাশি শুক্রবার নির্বাচন কমিটিও ঘোষণা করা হয়। রাজ্য কমিটিতে মোট ৮৭ জন নেতৃত্ব রয়েছে, ১০টি জেলার ১০ জন জেলা সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং দু'টি জেলার দু' জনকে জেলার চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করুন নরেন্দ্র মোদি, দাবি তৃণমূল সাংসদের
advertisement
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রাজীব বন্দ্যোপাধ্যায়কে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ হিসেবে মনোনীত করেছে। কিছুদিন আগেই পীযূষ কান্তি বিশ্বাসকে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি হিসেবে মনোনীত করা হয়।
শুক্রবার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের নির্বাচন কমিটি ঘোষণা করা হয়। এই নির্বাচন কমিটিতে মোট ১৭ জনকে রাখা হয়েছে, যেখানে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসকে নির্বাচন কমিটির চেয়ারম্যান এবং আশীষ লাল সিং-কে এই কমিটির সহ-চেয়ারম্যান, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে নির্বাচন কমিটির সদস্য পদে নিযুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: বিজেপির মিছিলে উড়ল সিপিএমের পতাকা! আলিমুদ্দিনের কড়া বার্তাতেও কাজ হল না হুগলিতে
এই প্রসঙ্গে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস বলেছেন, "আজকে আমাদের ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য কমিটি-সহ অন্যান্য শাখা সংগঠন ঘোষণা করা হয়েছে। আমাদের রাজ্য কমিটিতে ৮৭ জনকে রাখা হয়েছে। রাজ্যের প্রত্যেকটা ব্লকে আমাদের অবজার্ভার থাকবে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ত্রিপুরা সফরে আসছেন।"
এর আগে গত দেড় বছর ধরে ত্রিপুরায় একাধিকবার সফর করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুর ভোট ও বিধানসভা উপনির্বাচনে একাধিক স্থানে প্রচারও করেছেন তিনি।