TRENDING:

IIT Madras : আক্রান্ত রক্তাল্পতা ও জলশূন্যতায়, অস্থিচর্মসার রোগজর্জর ৩টি কুকুর উদ্ধার আইআইটি মাদ্রাজের ক্যাম্পাস থেকে, বিতর্ক তুঙ্গে

Last Updated:

IIT Madras : আইআইটি-র মতো কুলীন শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাস থেকে পথকুকুরদের (Malnourished stray dogs) এই অবস্থায় উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই : রোগজর্জর তিনটি কুকুরকে উদ্ধার করা হয়েছে আইআইটি মাদ্রাজের ক্যাম্পাস (IIT Madras) থেকে ৷ শুক্রবার উদ্ধার করা তিনটি সারমেয়ই অপুষ্টিতে ভুগছে ৷ সারা দেহে ত্বকের সংক্রমণ এবং শরীর ভেঙে পড়েছে ৷ এই অবস্থাতেই তাদের পাওয়া গিয়েছে ৷ চতুষ্পদগুলিকে পাঠানো হয়েছে বেসরকারি ক্লিনিকে, চিকিৎসার জন্য ৷ আইআইটি-র মতো কুলীন শিক্ষাপ্রতিষ্ঠান ক্যাম্পাস থেকে পথকুকুরদের (Malnourished stray dogs) এই অবস্থায় উদ্ধার করার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ৷ স্থানীয় পশুপ্রেমীরা এই মামলাও দায়ের করেছেন ৷
advertisement

চেন্নাইয়ের আরএ পুরম এলাকার একটি বেসরকারি ক্লিনিকে তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ছবি দেখে বোঝা যাচ্ছে অস্থিচর্মসার প্রাণীগুলি নিজের পায়ে দাঁড়াতেও পারে না ৷

যে চিকিৎসকরা তিনটি কুকুরকে পরীক্ষা করেছেন, তাঁরা জানিয়েছেন প্রাণীগুলি রক্তাল্পতায় ভুগছে ৷ মেডিক্যাল রিপোর্টে প্রকাশ, দীর্ঘ দিন খেতে না পাওয়া কুকুর তিনটি জলশূন্যতারও শিকার ৷ তিনটি কুকুরকেই দত্তক নিয়েছে চেন্নাইয়ের এক স্বেচ্ছাসেবী সংস্থা ৷ দু’টি প্রাণীকে রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে ৷

advertisement

আরও পড়ুন : হোমওয়ার্ক না করায় ক্লাস সেভেনের পড়ুয়াকে মারতে মারতে মেরেই ফেললেন শিক্ষক!

সংবাদমাধ্যমে প্রকাশ, আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের একটি এনক্লোজারে অন্তত ৪৫ টি কুকুরের মৃত্যু হয়েছে ৷ এর পর পশুপ্রেমী হরিশ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন আইআইটি মাদ্রাজের রেজিস্ট্রার ও অন্যান্য কর্তৃপক্ষের বিরুদ্ধে ৷

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন আইআইটি-র রেজিস্ট্রার ৷ পশুপ্রেমী হরিশের অভিযোগ, ২০২০-র অক্টোবর থেকে বেআইনিভাবে ১৮৬ টি সুস্থ পথকুকুরকে ধরে ক্যাম্পাসে খাঁচায় চেনবন্দি করে রেখেছে আইআইটি কর্তৃপক্ষ ৷

advertisement

আরও পড়ুন : মহিলা কর্মীদের 'ঋতুকালীন ছুটি'! নয়া ঘোষণায় কি পথ দেখাচ্ছে সুইগি?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম এ সুব্রমনিয়ম এর আগে আইআইটি মাদ্রাজ ক্যাম্পাসে বিতর্কিত ‘ডগ পার্ক’ পর্যবেক্ষণ করেছেন ৷ তাঁর পর্যবেক্ষণের সময় কর্তৃপক্ষ স্বীকার করেন প্রায় ৫৭ টি কুকুর মারা গিয়েছে ৷ একইসঙ্গে মন্ত্রীকে আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষ এও জানান যে ২৯ টি কুকুরকে দত্তক নিয়েছেন পশুপ্রেমীরা ৷ ১৪ টি কুকুরকে ছেড়ে দেওয়া হয়েছে ক্যাম্পাসে ৷ স্বাস্থ্যমন্ত্রী সুব্রমনিয়ম ২৯ টি কুকুরকে দত্তক দেওয়া নিয়ে বিশদ রিপোর্ট চেয়েছেন আইআইটি মাদ্রাজ কর্তৃপক্ষের কাছ থেকে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
IIT Madras : আক্রান্ত রক্তাল্পতা ও জলশূন্যতায়, অস্থিচর্মসার রোগজর্জর ৩টি কুকুর উদ্ধার আইআইটি মাদ্রাজের ক্যাম্পাস থেকে, বিতর্ক তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল