তিনি বলেছিলেন, "কংগ্রেস দেশের স্বাধীনতা নিয়ে এসেছে। ইন্দিরা গান্ধি এবং রাজীব গান্ধি দেশের হয়ে জীবন দিয়েছেন। ওরা (বিজেপি) দেশের জন্য নিজেদের একটা কুকুরও হারায়নি। কিন্তু তার পরেও নিজেদের দেশপ্রেমিক হিসাবে দাবি করে।"
এদিন রাজ্যসভায় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, "আমরা মল্লিকার্জুন খাড়গের সোমবারের মন্তব্য কড়া ভাষায় নিন্দা জানাচ্ছি। এটা ইতালির কংগ্রেস। বলা হচ্ছে তিনি (মল্লিকার্জুন খাড়গে) একজন রাবার স্ট্যাম্পের সভাপতি। আমি ভেবেছিলাম মল্লিকার্জুন খাড়গের অন্তত বুদ্ধি আছে। কারণ উনি ১০ বারের সাংসদ। কয়েকজন ভুয়ো মানুষ এই নকল কংগ্রেস চালাচ্ছেন।"
advertisement
আরও পড়ুন, বড় সাফল্য সেনার! কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত ৩ জঙ্গি
খাড়গে সম্প্রতি অরুণাচল সীমান্তে ভারত-চিনা সেনার সংঘর্ষের ঘটনার প্রসঙ্গ টেনেও নিশানা করেছিলেন কেন্দ্রীয় সরকারকে। তিনি বলেছিলেন, "সিংহের মতো আচরণ করে। কিন্তু কাজকর্ম ইঁদুরের মতো। সীমান্ত সমস্যা নিয়ে সংসদে আলোচনা হলে তাঁরা পালিয়ে যায়"
আরও পড়ুন, দিল্লি নয়, সাত দিনের জন্য় অনুব্রতর ঠিকানা দুবরাজপুর থানা! তড়িঘড়ি বৈঠকে ইডি
এদিন খাড়গের মন্তব্য ঘিরে প্রথম থেকে উত্তপ্ত ছিল রাজ্যসভার অধিবেশন। বিজেপিকে নিশানা করে এদিন খাড়গে বলেন, "সংসদের বাইরে করা মন্তব্য নিয়ে এখানে আলোচনা করা যাবে না। আমি এখনও বলছি তাদের (বিজেপি) কোনও যোগ স্বাধীনতা সংগ্রামে ছিল না।"