TRENDING:

Mallikarjun Kharge: সরকার গঠন করাই ভুল, টিকবে না মোদি সরকার! দাবিতে অনড় খাড়গে

Last Updated:

১৯৯১ সালে একই পরিস্থিতির মুখে পড়েছিল কংগ্রেসও৷ একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ছোট দলগুলির সমর্থনে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: তৃতীয় মোদি সরকার গঠন করাই ভুল হয়েছে৷ যে কোনও সময় এই সরকারের পতন হতে পারে৷ এমনই দাবি করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে৷
মোদি সরকার টিকবে না, দাবি খাড়গের৷
মোদি সরকার টিকবে না, দাবি খাড়গের৷
advertisement

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি৷ তার পরেও খাড়গে দাবি করেছেন, ‘এনডিএ সরকার গঠন করাই ভুল হয়েছে৷ নরেন্দ্র মোদির সঙ্গে জনমত নেই৷ এই সরকার সংখ্যালঘু৷ যে কোনও সময় এই সরকারের পতন ঘটতে পারে৷’

আরও পড়ুন: ভরদুপুরে বি টি রোডের উপরে ব্যবসায়ীর গাড়ি থামিয়ে পর পর গুলি! এবার বেলঘরিয়ায় বেপরোয়া দুষ্কৃতী তাণ্ডব

advertisement

বেঙ্গালুরুতে খাড়গে অবশ্য একই সঙ্গে বলেছেন, ‘তবে আমরা চাই এই সরকার টিকে থাকুক৷ এই সরকার দেশের জন্য ভাল কাজ করুক, সেটাও আমরা চাই৷ দেশকে শক্তিশালী করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে৷’

লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৩টি আসনে জয়ী হয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট৷ তার মধ্যে বিজেপি পেয়েছে ২৪০টি আসন৷ ফলে ম্যাজিক ফিগার ২৭২-এর অনেক আগেই থামতে হয়েছে বিজেপিকে৷ গত দুটি লোকসভা নির্বাচনের ফলের নিরিখে যা বিজেপির কাছে বড় ধাক্কা৷

advertisement

মূলত চার জোট সঙ্গী চন্দ্রবাবু নায়ডুর টিডিপি, নীতীশ কুমারের জেডিইউ, এননাথ শিন্ডে পন্থী শিবসেনা এবং চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টির সমর্থনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনডিএ৷

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

১৯৯১ সালে একই পরিস্থিতির মুখে পড়েছিল কংগ্রেসও৷ একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ছোট দলগুলির সমর্থনে সরকার গঠন করেন প্রধানমন্ত্রী পি ভি নরসিমহা রাও৷ দু বছরের মধ্যেই ছোট দলগুলির মধ্যে ভাঙন ধরিয়ে কংগ্রেসের জন্য একক সংখ্যাগরিষ্ঠতার ব্যবস্থা করেন নরসিমহা রাও৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mallikarjun Kharge: সরকার গঠন করাই ভুল, টিকবে না মোদি সরকার! দাবিতে অনড় খাড়গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল