সিদ্ধান্ত নেওয়া হয় এই হেলিকপ্টারটিকে এয়ারলিফ্ট করে ফিরিয়ে আনা হবে৷ সেই জন্যই কেদারনাথের উদ্দেশ্যে পারি দেয় এমআই-১৭ চপারটি৷
এরপরই দুর্ঘটনাটি ঘটে৷ হঠাৎই দুটো বিমানই পাহাড়ি পথে ভারসম্য হারিয়ে ফেলে৷ তারপরই বিকল হেলিকপ্টারটি দড়ি ছিঁড়ে পড়ে গেল৷ এই ঘটনায় আইএএফ তদন্ত শুরু করেছে৷
advertisement
advertisement
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কেদারনাথ ও ভীমবালির কাছে লিঞ্চোলিতে এই দুর্ঘটনা ঘটে৷ এমআই-১৭ চপারটি থেকে মন্দাকিনী নদীতে বিকল হেলিকপ্টারটি আছড়ে পড়ে৷ বড়-বড় পাথরের উপর আছড়ে পড়ে টুকরো-টুকরো হয়ে যায় হেলিকপ্টারটি৷
advertisement
যদিও, জনবসতিহীন এলাকায় কপ্টারটি পড়ে৷ ফলে এখনও অবধি হতাহতের কোনও খবর নেই৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2024 1:28 PM IST