“বাপুকে তাঁর পুণ্যতিথিতে স্মরণ করছি। তাঁর মহৎ আদর্শকে আরও জনপ্রিয় করে তোলার জন্য এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা,” ট্যুইট করেছেন নরেন্দ্র মোদি৷ “আজ, শহিদ দিবসে, সমস্ত মহান মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যাঁরা নিজেদের সাহস দিয়ে আমাদের জাতিকে রক্ষা করেছেন৷ তাঁদের সেবা এবং সাহসিকতা সর্বদা স্মরণীয়,” লিখেছেন প্রধানমন্ত্রী৷
আরও পড়ুন- ভারতে ৭৫% প্রাপ্তবয়স্কদের টিকাকরণ সম্পন্ন! দেশকে অভিবাদন প্রধানমন্ত্রী মোদির
advertisement
রাজঘাটে এই দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে মহাত্মার ৭৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গান্ধির প্রিয় ভক্তিমূলক গানগুলি পরিবেশিত হয়। স্মৃতিসৌধে গান স্যালুটও দেওয়া হয়। স্কুল পড়ুয়ারা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানাতে জড়ো হন রাজঘাটে।
নতুন বছরের প্রথম “মন কি বাত” (Mann Ki Baat) অনুষ্ঠানেও মহাত্মা গান্ধিকে স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন মন কি বাত অনুষ্ঠানের ৮৫ তম পর্ব আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অমর জওয়ান জ্যোতিকে ন্যাশনাল ওয়ার মেমরিয়ালের সঙ্গে মিলিয়ে দেওয়ার কারণ সম্পর্কেও জানান।
আরও পড়ুন- বাজেট অধিবেশনের আগে সাংসদদের আচরণবিধি, শুরুতে থাকছে না 'কোয়েশ্চন আওয়ার'
রবিবার এই অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, “আজ আমাদের বাপু মহাত্মা গান্ধিজির মৃত্যুবার্ষিকী। এই ৩০ জানুয়ারিই আমাদের মনে করায় বাপুর শিক্ষার কথা। কয়েকদিন আগেই আমরা প্রজাতন্ত্র দিবসও উদযাপন করেছি।”