TRENDING:

Mahatma Gandhi death anniversary: ৭৪ তম মৃত্যুবার্ষিকীতে রাজঘাটে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি কোবিন্দ, প্রধানমন্ত্রী মোদি

Last Updated:

Martyrs’ Day: কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং লোকসভার স্পিকার ওম বিড়লাও রাষ্ট্রপতি কোবিন্দ এবং মোদির সঙ্গে এই শ্রদ্ধা নিবেদনে যোগ দিয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আজ থেকে ঠিক ৭৪ বছর আগে, এই দিনেই নিহত হন মহাত্মা গান্ধি। তাঁর মৃত্যুবার্ষিকীতে (Mahatma Gandhi death anniversary) রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind) এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) রাজঘাটে পুষ্পস্তবক অর্পণ করে স্মরণ করেন জাতির জনককে। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং লোকসভার স্পিকার ওম বিড়লাও রাষ্ট্রপতি কোবিন্দ এবং মোদির সঙ্গে এই শ্রদ্ধা নিবেদনে যোগ দিয়েছিলেন। মহাত্মা গান্ধির স্মৃতির উদ্দেশ্যে দুই মিনিটের নীরবতাও পালন করা হয়। ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি নিহত হন মোহনদাস করমচাঁদ গান্ধি। জাতির জনকের মৃত্যুবার্ষিকীকে শহিদ দিবস (Martyrs’ Day) হিসাবেও পালন করা হয়।
advertisement

“বাপুকে তাঁর পুণ্যতিথিতে স্মরণ করছি। তাঁর মহৎ আদর্শকে আরও জনপ্রিয় করে তোলার জন্য এটি আমাদের সম্মিলিত প্রচেষ্টা,” ট্যুইট করেছেন নরেন্দ্র মোদি৷ “আজ, শহিদ দিবসে, সমস্ত মহান মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি যাঁরা নিজেদের সাহস দিয়ে আমাদের জাতিকে রক্ষা করেছেন৷ তাঁদের সেবা এবং সাহসিকতা সর্বদা স্মরণীয়,” লিখেছেন প্রধানমন্ত্রী৷

আরও পড়ুন- ভারতে ৭৫% প্রাপ্তবয়স্কদের টিকাকরণ সম্পন্ন! দেশকে অভিবাদন প্রধানমন্ত্রী মোদির

advertisement

রাজঘাটে এই দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে মহাত্মার ৭৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গান্ধির প্রিয় ভক্তিমূলক গানগুলি পরিবেশিত হয়। স্মৃতিসৌধে গান স্যালুটও দেওয়া হয়। স্কুল পড়ুয়ারা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানাতে জড়ো হন রাজঘাটে।

নতুন বছরের প্রথম “মন কি বাত” (Mann Ki Baat) অনুষ্ঠানেও মহাত্মা গান্ধিকে স্মরণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এদিন মন কি বাত অনুষ্ঠানের ৮৫ তম পর্ব আধ ঘণ্টা পিছিয়ে দেওয়া হয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অমর জওয়ান জ্যোতিকে ন্যাশনাল ওয়ার মেমরিয়ালের সঙ্গে মিলিয়ে দেওয়ার কারণ সম্পর্কেও জানান।

advertisement

আরও পড়ুন- বাজেট অধিবেশনের আগে সাংসদদের আচরণবিধি, শুরুতে থাকছে না 'কোয়েশ্চন আওয়ার'

রবিবার এই অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, “আজ আমাদের বাপু মহাত্মা গান্ধিজির মৃত্যুবার্ষিকী। এই ৩০ জানুয়ারিই আমাদের মনে করায় বাপুর শিক্ষার কথা। কয়েকদিন আগেই আমরা প্রজাতন্ত্র দিবসও উদযাপন করেছি।”

বাংলা খবর/ খবর/দেশ/
Mahatma Gandhi death anniversary: ৭৪ তম মৃত্যুবার্ষিকীতে রাজঘাটে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি কোবিন্দ, প্রধানমন্ত্রী মোদি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল