বিদ্রোহী ১৬ বিধায়কদের সদস্যপদ বাতিলের আর্জি জানিয়ে মহারাষ্ট্র বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি জিরওয়ালের কাছে অনুরোধ জানান শিবসেনা নেতা অজয় চৌধুরী। তাঁর দাবি মেনে ডেপুটি স্পিকার ওই বিদ্রোহী বিধায়কদের (MLA) সদস্যপদ বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেন। ডেপুটি স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্চ জানিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় একনাথ শিন্ডে (Eknath Shinde)শিবির। দায়ের করা পিটিশনে জরুরি ভিত্তিতে আর্জির অনুরোধ করা হয়েছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সর্বোচ্চ আদালত অনুরোধে সাড়া দিয়েছে। কাল সোমবার মামলার শুনানি (Maharastra Politics | Supreme Court)।
advertisement
উদ্ধব শিবিরের দাবি, রাজ্যের মন্ত্রী একনাথ শিন্ডে, গুলাবরাও পাটিল, দাদা ভুসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছেন উদ্ধব। পাশাপাশি ওই তালিকায় রয়েছেন মন্ত্রী আব্দুস সাত্তার ও শম্ভুরাজে দেসাই। এদিকে, আজ বিকেলে বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন রাজ্যের মন্ত্রী উদয় সাওয়ান্ত। অন্যদিকে বিদ্রোহী শিবিরের দাবি তাদের হাতে দুই তৃতীয়াংশ বিধায়কের সমর্থন রয়েছে। তাই খুব সহজেই তারা বিধায়ক পদ খারিজের আইন এড়িয়ে উদ্ধবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন (Maharastra Politics | Supreme Court)।
আরও পড়ুন : সেফ ড্রাইভ সেভ লাইফ! জীবনের বার্তা নিয়ে সাইকেলে বাংলাদেশ পাড়ি সিভিক ভলান্টিয়ারের
তবে সর্বোচ্চ আদালতে শিন্ডে ক্যাম্পের দাবি, ডেপুটি স্পিকারের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না অনাস্থা প্রস্তাব গৃহীত না হয় ততক্ষণ পর্যন্ত ওই ১৫ বিধায়ক ও একনাথ শিন্ডের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। পাশাপাশি অজয় চৌধুরীকে পরিষদীয় দলের নেতা নির্বাচনকেও চ্যালেঞ্জ করা হয়েছে। শুধু তাই নয়, বিদ্রোহী বিধায়কদের পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্যও মহারাষ্ট্র সরকারকে আদালতের নির্দেশনাও চেয়েছে শিন্ডে শিবির।