ম্যাঞ্চেস্টারের বাসিন্দা এক যুবক ওই মহিলাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। সেখান থেকে দুজনের মধ্যে আলাপ হয়। সেই আলাপ পরে বন্ধুত্বে গড়ায়। মহিলার দাবি, কয়েকদিন পরে ওই যুবক তাঁকে জানায় একটি উপহার দেওয়া হবে বলে। প্রথমে ওই মহিলা উপহার নেওয়ার বিষয়ে রাজি ছিলেন না। কিন্তু পরে রাজি হয়ে যান।
ওই যুবক জানায়, প্রচুর সোনা উপহার দেওয়া হবে ওই মহিলাকে। কিন্তু পরে আবার ওই মহিলাকে বলা হয় সোনা দেওয়ার জন্য শুল্ক বাবদ প্রায় ১ কোটি ১২ লাখ টাকা দিতে হবে। এই টাকা দেওয়ার জন্য বিভিন্ন নম্বর থেকে ফোন আসতে থাকে ওই মহিলার কাছে।
advertisement
আরও পড়ুন, গ্রেফতারি পরোয়ানা জারি হতেই আদালতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী, জরিমানা দিয়ে মিলল জামিন
শেষে ওই মহিলাও দিয়ে দেন টাকা। কিন্তু মহিলার অভিযোগ, টাকা দিয়ে দেওয়ার পরে ওই যুবক আর যোগাযোগ করেনি তাঁর সঙ্গে। এমনকী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে ফোনেও ওই যুবকের সঙ্গে আর যোগাযোগ করে উঠতে পারেননি তিনি। এর পরেই পুলিশের দ্বারস্থ হন তিনি।
আরও পড়ুন, তাঁর জন্য ক্ষমা চাইতে হল মুখ্যমন্ত্রীকে! কু-মন্তব্য করে লজ্জিত অখিল গিরি
ঘটনার তদন্ত শুরু করেছে আলিবাগ থানার পুলিশ। ওই মহিলা মহারাষ্ট্রের বাসিন্দা। স্থানীয় একটি আদালতে কর্মরত ছিলেন। পরে তিনি অবসর নেন। এতো টাকা দিয়ে এখন বেজায় বিপাকে পড়েছেন ওই মহিলা।