TRENDING:

শিবসেনার অতিরিক্ত সময়ের আবেদন খারিজ, NCP-কে সরকার গঠনের আবেদন রাজ্যপালের

Last Updated:

মহারাষ্ট্র সরকার গঠন নিয়ে নাটক অব্যাহত, এবার সরকার গড়ার ডাক পেল NCP

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মহারাষ্ট্রে সরকার গঠনের নাটক শেষ অঙ্কে ফের সঙ্কট ৷ জমে উঠেছে রাজনীতির খেলা ৷ শেষ হয়েও শেষ হল না সরকার গড়ার দড়ি টানাটানি ৷ মসনদের চাবিকাঠি এবার  NCP শরদ পাওয়ারের কোর্টে ৷ রাজ্যপালের দেওয়া সময়সীমার মধ্যে সমর্থন জোগাড়ে শিবসেনা ব্যর্থ হওয়ায় সরকার গড়ার জন্য এনসিপি-কে আহবান জানালেন রাজ্যপাল ভগং সিং কোশারি ৷একইসঙ্গে খারিজ হয়ে গেল শিবসেনার সমর্থন জোগাড়ের জন্য আরও ৪৮ ঘণ্টা অতিরিক্ত সময়ের আবেদন৷ সরকার গড়তে এনসিপি-এর কাছে রয়েছে ২৪ ঘণ্টা ৷ মহারাষ্ট্র পরিস্থিতি নিয়ে আগামিকাল বৈঠকে বসবে কংগ্রেস ৷
advertisement

সকাল থেকে দফায় দফায় এনসিপি ও কংগ্রেসের সঙ্গে বৈঠকেও হল না শেষরক্ষা ৷ ১১ নভেম্বর সন্ধে সাড়ে সাতটায় শেষ শিবসেনাকে দেওয়া রাজ্যপালের সময়সীমা ৷ সরকার গঠনের জন্য  রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির কাছে এনসিপি এর সঙ্গে জোট গড়ে আদিত্য ঠাকরে ও একনাথ শিন্ডে পৌঁছান  ৷ রাজভবনে পৌঁছনোর পরেও শেষ হল না সরকার গঠনের নাটক ৷ সময় শেষের এক মিনিট আগে কংগ্রেসের চিঠি পৌঁছলেও তাতে সমর্থনের ব্যাপারে পরিষ্কার কিছু বলা ছিল না ৷ চিঠিতে কংগ্রেসের বক্তব্য, এব্যাপারে সিদ্ধান্তের জন্য তারা এনসিপির সঙ্গে আরও খানিকটা আলোচনা করতে চায় ৷ উল্লেখ্য, সরকার গড়তে শিবসেনার প্রয়োজন ছিল মোট ১৪৫ জন বিধায়ক ৷সরকার গঠনের ইচ্ছা প্রকাশ করে শিবসেনা চিঠি লিখে রাজ্যপালের কাছে আরও ৪৮ ঘণ্টা সময় চাইলেও সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ এরপরই সরকার গঠনের জন্য ডাক যায় NCP-এর কাছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এখন রাজ্য থেকে জাতীয় রাজনীতির নজর শরদ পাওয়ারের দিকে ৷ তবে কি কংগ্রেসের সঙ্গে মসনদে বসবে এনসিপি ৷ সেক্ষেত্রে তাদেরও দরকার আরও সমর্থন ৷ মহারাষ্ট্র বিধানসভার ম্যাজিক ফিগার ১৪৫ ৷ বিজেপির ঝুলিতে রয়েছে ১০৫টি আসন৷ অন্যদিকে শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ এবং কংগ্রেসের দখলে রয়েছে ৪৪টি আসন ৷ সূত্রের খবর, অজিত পাওয়ারের নেতৃত্বে রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যায় NCP৷ দলীয় সূত্রে খবর, রাজ্যপালের সরকার গঠনের আমন্ত্রণ তাদের কাছে সরকারীভাবে পৌঁছলেই তারা কংগ্রেসের সঙ্গে আলোচনায় বসবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
শিবসেনার অতিরিক্ত সময়ের আবেদন খারিজ, NCP-কে সরকার গঠনের আবেদন রাজ্যপালের