TRENDING:

মহারাষ্ট্রে সরকার কার? উদ্ধবের কথায় রাজি দুই দল সোনিয়ার সম্মতির অপেক্ষায়

Last Updated:

সূত্রের খবর, এনসিপি-কংগ্রেসের হাত ধরেই মহারাষ্ট্রে সরকার গড়া প্রায় পাকা শিবসেনার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  মহারাষ্ট্রে সরকার গঠনের নাটক শেষ অঙ্কে ৷ ১১ নভেম্বর সন্ধে সাড়ে সাতটায় শেষ হচ্ছে সময়সীমা ৷ তার আগেই রাজ্যপালের আহবানে সাড়া দিয়ে সরকার গঠনের প্রয়োজনীয় সংখ্যা দেখাতে হাজির হতে হবে শিবসেনাকে ৷ সকালে পওয়ারের সঙ্গে উদ্ধবের বৈঠক ৷ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকও শেষ ৷ উদ্ধবের কথায় রাজি পওয়ার এখন তাকিয়ে কংগ্রেস হাইকম্যান্ডের দিকে ৷ সূত্রের খবর, এনসিপি-কংগ্রেসের হাত ধরেই মহারাষ্ট্রে সরকার গড়া প্রায় পাকা শিবসেনার ৷অন্য একটি সূ্ত্র বলছে, সরকার গড়বে এনসিপি-শিবসেনা, বাইরে থেকে সমর্থন দিতে পারে কংগ্রেস ৷
advertisement

মহারাষ্ট্র বিধানসভার ম্যাজিক ফিগার ১৪৫ ৷ বিজেপির ঝুলিতে রয়েছে ১০৫টি আসন৷ অন্যদিকে শিবসেনা ৫৬, এনসিপি ৫৪ এবং কংগ্রেসের দখলে রয়েছে ৪৪টি আসন ৷ এই তিনজন হাত মেলালে জোটের আসন দাঁড়াবে ১৫৪টি ৷

এই চুড়ান্ত উত্তেজক মুহূর্তে অসুস্থ শিবসেনার সঞ্জয় রাউত ৷ এদিন বিকেলে বৈঠক ও টানাপোড়েনের মাঝে  হঠাৎই বুকে ব্যথা অনুভূত হওয়ায় সঞ্জয় রাউতকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

মহারাষ্ট্রে মহাসঙ্কট। বিজেপির সঙ্গে ২৫ বছরের সম্পর্কে ছেদ শিবসেনার। সোমবার সকালে কেন্দ্রীয় মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন সেনার অরবিন্দ সাওয়ান্ত। এরপরই এনসিপি-কংগ্রেসকে সঙ্গে নিয়ে সরকার গড়ার তোড়জোড় শুরু করেন উদ্ধব ঠাকরে ।

বাংলা খবর/ খবর/দেশ/
মহারাষ্ট্রে সরকার কার? উদ্ধবের কথায় রাজি দুই দল সোনিয়ার সম্মতির অপেক্ষায়