News18 কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে প্রবীণ শিবসেনা নেতা সঞ্জয় রাউত জোর গলায় বলেন, মহারাষ্ট্র বিধানসভার ২৮৮টি আসনের মধ্যে ১২৪টিতে লড়েছিল শিবসেনা ৷ যার মধ্যে ১০০টি আসনে জয় শুধু সময়ের অপেক্ষা ৷ তবে পদ্মের হাত ছেড়ে কংগ্রেস-NCP-এর হাত ধরবে কিনা শিবসেনা এ জল্পনায় জল ঢাললেন খোদ রাউতই ৷ বললেন, বিজেপির সঙ্গে জোট নিয়ে এখনও কোনও প্রশ্ন নেই ৷ শিবসেনাকে সঙ্গে না নিলে বিজেপির সরকার গড়া অসম্ভব বলে দাবি রাউতের ৷ তবে জোটের শর্ত হিসেবে আদিত্য ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার দাবি সামনে রাখতে চায় সেনা ৷
advertisement
এখনও পর্যন্ত বিজেপি ১৪৪, শিবসেনা ৫৩ আসনে, কংগ্রেস ৯২ এনসিপি ৪৭ এবং অন্যান্যরা ২টি আসনে এগিয়ে ৷
সমস্ত বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত বাজিমাত বিজেপি-শিবসেনা জুটির ৷ বিজেপি জয় পাবে ১৪১টি আসনে ৷ শিবসেনার ঝুলিতে ১০২টি আসন ৷ অন্যদিকে কংগ্রেস এবং এনসিপি জোট পেতে পারে ৪১ আসন, এরমধ্যে কংগ্রেস পেতে পারে ১৭টি আসন, এনসিপি জিততে পারে ২২ আসনে ৷