advertisement
ওমিক্রন আতঙ্ক এখন দেশজুড়ে ৷ দক্ষিণ আফ্রিকা-সহ আরও বেশ কিছু ওমিক্রনের ‘রেড অ্যালার্ট’ তালিকাভুক্ত দেশগুলির সঙ্গে সরাসরি বিমান কানেক্টিভিটি রয়েছে মুম্বইয়ের ৷ আর করোনায় এর আগেও দেশের সব রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের অবস্থাই সবচেয়ে খারাপ হয়েছে ৷ সে ক্ষেত্রে এবার অন্তত আর কোনও ঝুঁকি নিতে চাইছে না মহারাষ্ট্র সরকার ৷ তাই ইন্টারন্যাশনাল যাত্রীদের ক্ষেত্রে নিয়মের কড়াকড়ির পাশাপাশি ডোমেস্টিক যাত্রীদের ক্ষেত্রেও তা করা হয়েছে ৷
৩০ নভেম্বর একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, মহারাষ্ট্রের যে কোনও শহরে ট্রাভেল করতে গেলে এখন সঙ্গে কোভিড আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট সঙ্গে থাকা বাধ্যতামূলক ৷ এতদিন ডাবল ভ্যাকসিনেটেড সার্টিফিকেট বা করোনার ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়ার সার্টিফিকেট থাকলেই আর আরটিপিসিআর টেস্ট রিপোর্টের প্রয়োজন ছিল না ৷ কিন্তু ওমিক্রন আতঙ্কে এখন মুম্বই-সহ মহারাষ্ট্রের যে কোনও শহরে অন্য রাজ্য থেকে যাত্রা করলেই দেখাতে হবে কোভিড রিপোর্ট ৷ আর সেই টেস্ট রিপোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে হতে হবে ৷ নাহলে সেই যাত্রীকে বিমানে উঠতে দেওয়া হবে না ৷
আরও পড়ুন- ৯টা-৫টার চাকরি ছেড়ে শুরু করলেন ব্যবসা, বছরে মহিলার আয় ৬৮ লাখ টাকা ! জেনে নিন বিশদে
তবে মহারাষ্ট্রের মধ্যে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার ক্ষেত্রে কোভিড টেস্ট রিপোর্ট শুধুমাত্র নন-ভ্যাকসিনেটেড যাত্রীদের ক্ষেত্রেই বাধ্যতামূলক ৷ কোভিড ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকলে সে ক্ষেত্রে মহারাষ্ট্রের মধ্যে যাতায়াতে সমস্যা নেই ৷