ত্রিপুরা বিধানসভা ভোটের প্রচারে ভীষণ রকম প্রাসঙ্গিক হয়ে উঠেছেন মহারাজা প্রদ্যোৎকিশোর মাণিক্য। ত্রিপুরার আনাচে কানাচে এখন একটাই আলোচনা মহারাজা মাণিক্য কি বদলে দেবেন ভোটের পাশা? উজ্জ্বয়ন্ত প্যালেসের লন জুড়ে রাজার রাজকীয় কাট আউট। একাধিক প্রচার গাড়ি৷ আর রাজার কথা শুনতে পাহাড়-জঙ্গল ঘেরা ত্রিপুরার গ্রামে মোবাইলের আলোর ঝলকানি।
advertisement
আরও পড়ুন: কন্যাশ্রী-রূপশ্রী ত্রিপুরায় নয় কেন? বাংলার মডেল নিয়ে জোরালো সওয়াল অভিষেকের!
মনে করা কঠিন, আদৌ এই দেশে কোনও রাজনৈতিক দল আছে কিনা, যাদের পতাকার মাঝে লোগো প্রতিষ্ঠাতারই মুখ৷ সেই পতাকা কাঁধে নিয়েই মহারাজার পিছনে পিছনে দৌড়ে চলেছে তিপ্রামোথার সমর্থকরা।আর মহারাজা বলছেন। প্রদ্যোৎ কিশোর মাণিক্য, তিপ্রামোথা প্রধান জানিয়েছেন, 'দিল্লি থেকে একের পর নেতা আসছেন। ওদের হাতে প্রচুর মানুষ। অনেক অনেক টাকা ওদের। আমাদের মাথার উপরে ভগবান আছে। আমি সবাইকে কথা দিচ্ছি, আমরা জিতে দেখাবaই। ভগবান আমাদের সঙ্গেই আছেন।'
একই সঙ্গে তিনি সভায় বক্তব্য রাখতে গিয়ে জানিয়েছেন, 'আপনাদের যদি ভোটের আগে টাকা দিতে আসে, তাহলে সেই টাকা নিয়ে নিন। ওই টাকা আপনাদের৷ আপনারা ওই টাকা ওদের থেকে নিন। আর ভোট দেবেন আমাদের।'
আরও পড়ুন: 'চার চাকা গাড়ির লোভে তৃণমূলে গেছে'! এবার কাকে নিশানা করলেন শুভেন্দু?
সকাল থেকে রাত পর্যন্ত অবশ্য ত্রিপুরা চষে বেড়াচ্ছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য। কখনও বলিউডি তারকাদের মতো হাত তুলে আস্ফালন করছেন৷ কখনও আবার জনজাতি মহিলাদের কথা শুনছেন মন দিয়ে। আর আশ্বস্ত করছেন একটা কথাতেই, 'দেখতে থাকুন।'
কখনও অমিত শাহ, কখনও জে পি নাড্ডা, কখনও রাজনাথ সিং। সবাই এসে আক্রমণ শানাচ্ছেন 'মহারাজা'- কে৷ আর সেই মহারাজাপ্রদ্যোৎ কিশোর মাণিক্য, তিপ্রামোথা প্রধান অবশ্য বলছেন, 'আমাকে যদি দরকার নাই থাকে তাহলে এত ডাকাডাকি কেন আমাকে। ৩১ আসন নিয়ে সরকার গঠন করব আমরাই।'
কে সরকার গঠন করবে তা জানা যাবে আগামী ২ মার্চ। তবে কিং, কিংমেকার হতে পারেন এমন আঁচ সব পক্ষই করছে।