Abhishek Banerjee || Tripura Assembly: কন্যাশ্রী-রূপশ্রী ত্রিপুরায় নয় কেন? বাংলার মডেল নিয়ে জোরালো সওয়াল অভিষেকের!
- Published by:Sanjukta Sarkar
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Abhishek Banerjee || Tripura Assembly: 'বাংলায় যদি কন্যাশ্রী-রূপশ্রী হয় তাহলে কেন ত্রিপুরায় হবে না? আমাদের ভোট জেতান, আমরা এক মাসের মধ্যে চালু করব লক্ষ্মীর ভান্ডার।' আগরতলায় এই মর্মেই বাংলা মডেল নিয়ে গলা চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আগরতলা : "বাংলায় যদি কন্যাশ্রী-রূপশ্রী হয় তাহলে কেন ত্রিপুরায় হবে না? আমাদের ভোট জেতান, আমরা এক মাসের মধ্যে চালু করব লক্ষ্মীর ভান্ডার। কারও কাছে আপনাদের হাত পাতার দরকার নেই৷ আগরতলায় এই মর্মেই বাংলা মডেল নিয়ে গলা চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের সভায় অভিষেকের মন্তব্য, "বাংলায় যদি হয়, তাহলে ত্রিপুরায় কেন হবে না? আমরা বাংলার লক্ষ্মীর ভান্ডার তুলে এনেছি।এই ডাবল ইঞ্জিন সরকারের ভাঁওতাবাজি দেখিয়ে ছিল আপনাদের। আপনারা সেই ভাঁওতাবাজি বন্ধ করে দিন। গণতন্ত্র বলে এই রাজ্যে কিছু নেই। একমাত্র বিকল্প হবে তৃণমূল কংগ্রেস।"
অভিষেক আরও বলেন, "বিজেপির ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসকে আটকে দেখাও৷ রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর হাল সবচেয়ে খারাপ। একটা বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, সড়ক তৈরি করার পরিকাঠামো নেই। কারণ দিল্লির বাবুদের কথায় সব চলে। গ্রামে গিয়ে একটা দশ ওয়াটের আলো লাগানোর ক্ষমতা নেই৷ আসলে দিল্লির রিমোট কন্ট্রোলে সরকার চলে। আপনারা কি এই সরকার চেয়েছিলেন? প্রতি ভোটে আপনাদের শোষিত করে রাখবে এরা৷ তাই এই ভোটে জবাব দিন। এই জনবিরোধী সরকারকে সরাতে আপনাদের জবাব দিতে হবে। আমি যে কথা বলে যাচ্ছি, সেই কথা সত্যি কিনা সেটা ফোনে খোঁজ নিন। তারপর আমাদের ভোট দিন। বাংলা পারলে ত্রিপুরাও পারবে।"
advertisement
কেন্দ্রের পরিষেবা নিয়েও আক্রমণ শাণাতে ছাড়েননি অভিষেক। তাঁর কথায়, "আয়ুষ্মান ভারত সবাই পাবেন না৷ স্বাস্থ্যসাথী সবাই পাবেন। আমরা বিভাজনের রাজনীতি করি না। আমরা একতা রাখি৷ তৃণমূল কংগ্রেস লড়ছে, লড়বে৷ ভাববেন না ভোটের পরে চলে যাব। বিজেপির অনেক টাকা, অনেক গুন্ডাবাহিনী। কিন্তু মানুষ যদি বলে কাউকে সরাব, তাহলে বিজেপি কিছুই করতে পারবে না। ওরা আপনাদের বোকা বানিয়েছে৷ আপনারা ওদের বোকা বানান এবার। আপনাদের গায়ে হাত দিয়ে দেখুক। যেদিন গায়ে হাত দেবে, পরের দিন চলে আসব। শুধু নিজের ভোটটা নিজে দিন।"
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Agartala,West Tripura,Tripura
First Published :
February 10, 2023 5:30 PM IST