আলিপুরদুয়ার: গত রবিবারই বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লিখিয়ছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। এদিন সেই দলত্যাগী বিধায়কের বাড়ির অদূরেই করা জনসভা থেকে নাম না করে সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তাঁর তোপ, বিজেপি থেকে যত এই সমস্ত নেতা তৃণমূলে যোগ দেবেন, ততই 'বিজেপি শক্ত হবে'।
শুক্রবার সুমন কাঞ্জিলালের বাড়ির খুব কাছেই একটি জনসভা করে বিজেপি। সেই সভায় প্রধান বক্তা হিসাবে বক্তৃতা করতে দেখা যায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এদিনের সভা থেকে নাম না করে সুমনের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তিনি। অভিযোগ তোলেন, বিপুল টাকা আর একটি চারচাকা গাড়ির লোভেই নাকি তৃণমূলে যোগ দিয়েছেন সুমন কাঞ্জিলাল। এখানেই শেষ নয়, এরপরে শুভেন্দুর হুঁশিয়ারি, "যাঁরা ওঁকে টাকার জোগান দিয়েছে, সেই টাকা মাটির নীচে পুঁতে রাখলেও, অপা'র মতো বের তো করবই, সঙ্গে যে টাকা দিয়েছে তারও হিসাব হবে।"
এরপরেই শুভেন্দুর তোপ, রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের একাংশও সক্রিয় 'তৃণমূলকর্মী' হিসাবে কাজ করছে। তাঁর দাবি, "গত একমাস ধরে পুলিশ সুপার ও জেলাশাসকের সঙ্গে সুমন কাঞ্জিলালের কী কথোপকথন হয়েছে, তার সমস্ত নথি আমার কাছে আছে। একটা বুথ সভাপতিকেও উনি পাশে পাবেন না।" শুভেন্দুর তোপ, "বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছি। বলার সেই ক্ষমতা নেই। তোমার যদি দম থাকে তৃণমূলের যোগ দিয়েছি বলে দেখাও।"
যদিও শুভেন্দুর এদিনের সভা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূলও। এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সুমন কাঞ্জিলালের বিজেপি ত্যাগের অস্বস্তি ঢাকতেই নাকি তাঁর বাড়ির সামনে তড়িঘড়ি সভা করতে হয়েছে বিজেপির শুভেন্দুকে।
আরও পড়ুন: সুমন কাঞ্জিলালের দলত্যাগ পঞ্চায়েত নির্বাচনের আগে বড় ধাক্কা! আক্ষেপের সুর পদ্ম শিবিরে
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে এক ফ্রেমে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে বিজেপির টিকিটে জেতা বিধায়ক সুমন কাঞ্জিলালকে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। ছবি প্রকাশ করে তৃণমূল শিবিরের দাবি, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুমন কাঞ্জিলাল। যদিও যোগদানের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় সুমন কাঞ্জিলালকে উত্তরীয় পরিয়ে দিতে। কিন্তু সেই ছবির কোথাও দেখা যায়নি দলের ঝান্ডা বা প্রতীক। আর তা নিয়েই সুর চড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, "দলত্যাগ বিরোধী আইনের ভয়েই কি তৃণমূলের ঝান্ডা হাতে নিলেন না সুমন কাঞ্জিলাল?"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipurduar, BJP, Suman Kanjilal, Suvendu Adhikary, TMC