Suvendu Adhikari || Suman Kanjilal: অভিষেকের সঙ্গে এক ফ্রেমে সুমন! পতাকার বদলে 'উত্তরীয়' কেন? ট্যুইটে 'উত্তর' বলে দিলেন শুভেন্দু...

Last Updated:

Suvendu Adhikari || Suman Kanjilal: তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমন কাঞ্জিলালের ছবি-সহ একটি ট্যুইট করে রবিবার প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমন কাঞ্জিলাল
অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমন কাঞ্জিলাল
কলকাতা : দলত্যাগ বিরোধী আইনের ভয়েই কি তৃণমূলের দলীয় পতাকা হাতে দেখা গেল না? অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুমন কাঞ্জিলালকে নিশানা করে ট্যুইটে এই প্রশ্নই তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমন কাঞ্জিলালের ছবি-সহ একটি ট্যুইট করে রবিবার প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুর চ্যালেঞ্জ, সাহস থাকলে বিধানসভার ভেতরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম এটা বলার সাহস দেখাক সুমন কাঞ্জিলাল।
advertisement
advertisement
পাশাপাশি বিধায়ক হয়ে সুমন কাঞ্জিলাল আলিপুরদুয়ারের মানুষের সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা করলেন? তার জবাব দেওয়ার কথাও ট্যুইটে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুমন কাঞ্জিলালের দলত্যাগে বিজেপির পরিষদীয় দলের কোনও ক্ষতি হবে না বলেও ট্যুইটে দাবি করে সুমন কাঞ্জিলালের ফুলবদলকে চমক বলে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
advertisement
ট্যুইটে তিনি শীঘ্রই আলিপুরদুয়ার গিয়ে আলিপুরদুয়ার বিধানসভা এলাকার ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও উল্লেখ করেন। শুভেন্দুর মন্তব্য,'আলিপুরদুয়ারের মানুষের সঙ্গে সুমন কাঞ্জিলালের প্রতারণায় তৃণমূল সরকারের দুর্নীতির বিরুদ্ধে লড়াই আগামী দিনে আরও তীব্র করার উৎসাহ পাবেন বিজেপির কার্যকর্তারা'।
advertisement
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে এক ফ্রেমে দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার থেকে বিজেপির টিকিটে জেতা বিধায়ক সুমন কাঞ্জিলালকে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁকে উত্তরীয় পরিয়ে দেন। ছবি প্রকাশ করে তৃণমূল শিবিরের দাবি, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুমন কাঞ্জিলাল। যদিও যোগদানের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় সুমন কাঞ্জিলালকে উত্তরীয় পরিয়ে দিতে। কিন্তু সেই ছবির কোথাও দেখা যায়নি দলের ঝান্ডা বা প্রতীক। আর তা নিয়েই সুর চড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন,' দলত্যাগ বিরোধী আইনের ভয়েই কি তৃণমূলের ঝান্ডা হাতে নিলেন না সুমন কাঞ্জিলাল?'
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari || Suman Kanjilal: অভিষেকের সঙ্গে এক ফ্রেমে সুমন! পতাকার বদলে 'উত্তরীয়' কেন? ট্যুইটে 'উত্তর' বলে দিলেন শুভেন্দু...
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement