TRENDING:

Mahakumbh Mela 2025:পদপিষ্টকাণ্ডের পর মর্গের বাইরে ভিড়, নিখোঁজ প্রিয়জনদের সন্ধানে অপেক্ষার প্রহর মহাকুম্ভে

Last Updated:

Mahakumbh Mela 2025:অনেকে সঙ্গীদের খুঁজে না পেয়ে মর্গের বাইরেও ভিড় করছেন। হুড়োহুড়িতে অনেকেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। মহাকুম্ভের দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৌশিক অধিকারী, প্রয়াগরাজ: অগ্নিকাণ্ডের পর মৌনী অমাবস্যায় অমৃতস্নানে পদপিষ্ট-এ বারের মহাকুম্ভ ঘটনাবহুল। মেলা শুরুর ৬ দিনের মাথায় ১৯ নম্বর সেক্টরে ভয়াবহ আগুন লাগে। আর তার পরে মৌনী অমাবস্যায় পদপিষ্টের ঘটনা। প্রাণ যায় কমপক্ষে ৩০ জনের। অন্যদিকে আহত অবস্থায় অন্তত ৬০ জনের চিকিৎসা চলছে বিভিন্ন হাসপাতালে। পদপিষ্টের ঘটনার পর হাসপাতালগুলিতে ভিড় করছেন পুণ্যার্থীরা। কেউ আহতদের খুঁজছেন। অনেকে সঙ্গীদের খুঁজে না পেয়ে মর্গের বাইরেও ভিড় করছেন। হুড়োহুড়িতে অনেকেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন। মহাকুম্ভের দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷
এ বারের মহাকুম্ভ ঘটনাবহুল
এ বারের মহাকুম্ভ ঘটনাবহুল
advertisement

বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে মহাকুম্ভের দায়িত্বে থাকা ডিআইজি বৈভব কৃষ্ণ জানিয়েছেন, পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে মোট ৩০ জনের। আহত হয়েছেন ৬০ জন। একাধিক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। মৃত ৩০ জনের মধ্যে ২৫ জনকে চিহ্নিত করা গিয়েছে। ৫ জনকে এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়নি। মঙ্গলবার রাত ২টো নাগাদ সঙ্গমে স্নানের উদ্দেশে জড়ো হন পুণ্যার্থীরা। জানা গিয়েছে, ১০ হাজারের বেশি মানুষ একসঙ্গে স্নান করতে ভিড় জমান। তখনই ১১ থেকে ১৭ নম্বর খুঁটির মাঝে ভিড়ের চাপে ব্যারিকেড ভেঙে যায়। যার জেরেই এই দুর্ঘটনা ঘটে।

advertisement

আরও পড়ুন : দামোদরের উপর তৈরি হবে ৪ লেনের অত্যাধুনিক ‘শিল্প সেতু’, উপকৃত হবেন বর্ধমান-সহ একাধিক জেলার বাসিন্দা

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

দুর্ঘটনার খবর পেয়ে আহতদের উদ্ধার করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। অ্যাম্বুল্যান্সে তাঁদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রবল ভিড়ের জেরে একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন আরও বহু মানুষ। মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । আর তার জন্য তিন সদস্যের একটি জুডিশিয়াল কমিশন তৈরি হয়েছে।পদপিষ্ট হওয়ার ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে ব্যাখ্যা করেছেন পরমার্থ নিকেতন আশ্রমের সভাপতি স্বামী চিদানন্দ সরস্বতী ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Mahakumbh Mela 2025:পদপিষ্টকাণ্ডের পর মর্গের বাইরে ভিড়, নিখোঁজ প্রিয়জনদের সন্ধানে অপেক্ষার প্রহর মহাকুম্ভে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল