MahaKumbh 2025: স্বাধীনতার পর থেকে মহাকুম্ভে মোট ছ'বার ঘটেছিল পদপিষ্টের ঘটনা! মারা যান কয়েক হাজার মানুষ!
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী— তিন নদীর সঙ্গমস্থলে মৌনী অমাবস্যায় ‘পুণ্য স্নান’ করতে বিপুল সংখ্যায় পুণ্যার্থীদের ভিড় হবে, এমন সম্ভাবনার কথা মাথায় রেখেই প্রয়াগরাজের মহাকুম্ভে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই মহাকুম্ভে ‘শাহি স্নান’কে কেন্দ্র করে ভিড় করতে শুরু করেন পুণ্যার্থীরা।
গঙ্গা, যমুনা এবং অন্তঃসলিলা সরস্বতী— তিন নদীর সঙ্গমস্থলে মৌনী অমাবস্যায় ‘পুণ্য স্নান’ করতে বিপুল সংখ্যায় পুণ্যার্থীদের ভিড় হবে, এমন সম্ভাবনার কথা মাথায় রেখেই প্রয়াগরাজের মহাকুম্ভে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছিল। মঙ্গলবার সকাল থেকেই মহাকুম্ভে ‘শাহি স্নান’কে কেন্দ্র করে ভিড় করতে শুরু করেন পুণ্যার্থীরা। সন্ধ্যা যত গড়ায়, ভিড় ততই বাড়তে থাকে। দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থী কুম্ভে এসেছেন। প্রতীকী ছবি
advertisement
advertisement
দেশ স্বাধীন হওয়ার পর প্রথম ১৯৫৪ সালে প্রয়াগরাজে কুম্ভের আয়োজন করা হয়েছিল। ভারতে তখন নতুন সরকার। বড় দুর্ঘটনা মোকাবিলা করার পর্যাপ্ত ব্যবস্থাও ছিল না। ওই বছরের ৩ ফেব্রুয়ারি মৌনী অমাবস্যা উপলক্ষে কোটি কোটি মানুষের জমায়েত হয়েছিল ইলাহাবাদের মেলাপ্রাঙ্গণে। সেই ভিড়েই পদপিষ্টের ঘটনায় ৫০০ জনের বেশি পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। প্রতীকী ছবি
advertisement
তার পরে ধীরে ধীরে দেশে সরকার হয়েছে ধীরে ধীরে। কিন্তু কুম্ভস্নানে গিয়ে পদপিষ্ট হওয়ার ঘটনা বেড়েছে। ১৯৮৬ সালের কুম্ভতেও পদপিষ্টের ঘটনা ঘটে। ওই বছর হরিদ্বারে কুম্ভমেলা হয়। সেই কুম্ভতে পদপিষ্ট হয়ে অনেকের পুণ্যার্থীর মৃত্যু হয়। কী কারণে পদপিষ্টের ঘটনা ঘটেছিল? সেই সময়কার বিভিন্ন প্রতিবেদনে লেখা হয়েছিল, ১৯৮৬ সালের ১৪ এপ্রিল অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাংসদদের সঙ্গে কুম্ভে স্নান করতে এসেছিলেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী বীর বাহাদুর সিংহ। তাঁদের নিরাপত্তার কারণে সাধারণ পুণ্যার্থীরা নদীর কাছাকাছি পৌঁছতে বাধা পান বলে অভিযোগ ওঠে। আর তাতেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিভিন্ন সূত্রের দাবি, পদপিষ্টের ঘটনায় সে বার ২০০ জনের বেশি পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল। প্রতীকী ছবি
advertisement
advertisement
advertisement
ঠিক তার তিন বছর পর ২০১৩ সালে প্রয়াগরাজের কুম্ভে বড় দুর্ঘটনা ঘটে। তবে সে বার মেলাপ্রাঙ্গণে নয়, দুর্ঘটনা ঘটেছিল ইলাহাবাদ স্টেশনে। পদপিষ্টের ঘটনায় ৪২ জনের মৃত্যু হয়েছিল। সেই বছর ইলাহাবাদ স্টেশনে একটি ফুটব্রিজের রেলিং ভেঙে বিপত্তি ঘটে। রেলিং ভেঙে পড়ায় স্টেশনে থাকা যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে বেশির ভাগই ছিলেন মহিলা। প্রতীকী ছবি
advertisement
advertisement