TRENDING:

Maharastra | Heatwave | Heatstroke: মহারাষ্ট্রের সরকারি অনুষ্ঠানে বিরাট বিপর্যয়! খোলা মাঠে রোদের নীচেই লক্ষাধিক মানুষ, হিটস্ট্রোকে মৃত ১১

Last Updated:

এই বিষয়ে একনাথ শিণ্ডের সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এনসিপি নেতা সুরজ চহ্বাণ। তাঁর দাবি, ‘সরকারের অবহেলার’ কারণেই এতগুলো নিরীহ মানুষ মারা গেলেন। তাঁর ট্যুইট, “রোদের মধ্যে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠান! সরকারের অবহেলার কারণেই কতগুলো নিরপরাধ মানুষকে অকালে চলে যেতে হল। সরকারের বিরুদ্ধে অপরাধমূলক হত্যার মামলা করা উচিত।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মহারাষ্ট্র: চাঁদি ফাটা রোদ। তার মধ্যে তীব্র দাবদাহ। এই রকম পরিস্থিতিতে নাভি মুম্বইয়ে আয়োজিত হয়েছিল মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে খোলা আকাশের নীচে খটখটে রোদের মধ্যে বসে থেকে প্রাণ হারালেন অন্তত ১১ জন। অতিরিক্ত রোদে আর গরমে অসুস্থ হয়ে পড়েছেন ১২০ জনেরও বেশি। হাসপাতালে ভর্তি কমপক্ষে ৫০। এমজিএম হাসপাতালে পৌঁছে রোগীদের সঙ্গে দেখা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে। হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।
advertisement

এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণ ওরফে আপ্পাসাহেব ধর্মাধিকারীকে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার দেওয়া হচ্ছিল, আর সেই উপলক্ষে সেখানে হাজির হয়েছিলেন তাঁর লক্ষাধিক অনুগামী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। সরাসরি অমিত শাহের হাত থেকেই মহারাষ্ট্র সরকারের এই পুরস্কারটি গ্রহণ করেন ধর্মাধিকারী।

অনুষ্ঠানের জন্য সকাল থেকেই খোলা ময়দানে জড়়ো হতে শুরু করেছিলেন মানুষ। সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। চলে দুপুর ১টা পর্যন্ত। জানা গিয়েছে, উপস্থিত লক্ষাধিক মানুষের বসার জন্য কোনও ছায়াযুক্ত জায়গার ব্যবস্থা ছিল না। এই তপ্ত রোদে, লু-এর মধ্যে, খোলা আকাশের নীচে কোনও ছায়া ছাড়াই বসেছিলেন ওঁরা। এই ভয়ানক গাফিলতির জন্যেই জলজ্যান্ত ৮টি মানুষের মৃত্যু হয়েছে বলে মনে করছেন মৃতদের আত্মীয়েরা।

advertisement

আরও পড়ুন:‘গোটা মামলাটাই ভুয়ো’, টানা ৯ ঘণ্টা CBI-এর জিজ্ঞাসাবাদের পরে বিস্ফোরক অরবিন্দ কেজরিওয়াল

আরও পড়ুন: চাঁদি ফাটা রোদ, সঙ্গে হাঁসফাঁস গরম! রাজ্য়ের ১৭ জেলায় ৪০ ডিগ্রি ছাড়াল তাপমাত্রার পারদ

ঘটনাস্থলে দায়িত্বরত রাজস্ব বিভাগের এক আধিকারিক বলেন, “ঘটনা চলাকালীনই মোট ১২৩ জন ডিহাইড্রেশনের মতো অসুস্থতার কথা জানিয়েছিলেন। তাঁদের অবিলম্বে অনুষ্ঠানস্থলে থাকা ৩০টি মেডিক্যাল বুথে রেফার করা হয়। ১৩ জন রোগী, যাঁদের আরও চিকিৎসার প্রয়োজন ছিল, তাঁদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। মেডিক্যাল বুথে মোট ৩০ জন ডাক্তার মোতায়েন করা হয়েছিল। সেখানে আইসিইউ-র সুবিধা ছিল।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

এই বিষয়ে একনাথ শিণ্ডের সরকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এনসিপি নেতা সুরজ চহ্বাণ। তাঁর দাবি, ‘সরকারের অবহেলার’ কারণেই এতগুলো নিরীহ মানুষ মারা গেলেন। তাঁর ট্যুইট, “রোদের মধ্যে মহারাষ্ট্র ভূষণ পুরস্কার অনুষ্ঠান! সরকারের অবহেলার কারণেই কতগুলো নিরপরাধ মানুষকে অকালে চলে যেতে হল। সরকারের বিরুদ্ধে অপরাধমূলক হত্যার মামলা করা উচিত।"

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Maharastra | Heatwave | Heatstroke: মহারাষ্ট্রের সরকারি অনুষ্ঠানে বিরাট বিপর্যয়! খোলা মাঠে রোদের নীচেই লক্ষাধিক মানুষ, হিটস্ট্রোকে মৃত ১১
Open in App
হোম
খবর
ফটো
লোকাল