এই মামলায় আবেদনকারী এক মহিলা আদালেত আর্জি জানানও, তাঁর বন্ধু ২৫ বছর বয়সি এক তরুণীকে নিজের ইচ্ছের বিরুদ্ধে তাঁর পরিবার আটকে রেখেছে৷ ওই তরুণীকে আদালতে পেশ করে তাঁর মতামত জানার জন্য আর্জি জানিয়েছিলেন আবেদনকারী৷
আরও পড়ুন: খাবারের জন্য হাহাকার, কালোবাজারি! গাজায় কত দামে বিক্রি হচ্ছে ৫ টাকার পার্লে জি? শুনলে চমকে উঠবেন
advertisement
নির্দেশ দিতে গিয়ে দুই বিচারপতি স্পষ্ট বলেন, যাঁকে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ, সেই ২৫ বছর বয়সি তরুণী আমাদের সামনে স্বীকার করেছেন যে তিনি সমকামী এবং আবেদনকারীর সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে৷
আদালত আরও জানায়, ওই তরুণী স্পষ্ট জানিয়েছেন যে তিনি তাঁর সঙ্গিনীর সঙ্গেই থাকতে চান৷ তাঁকে তাঁর পরিবার নিজের ইচ্ছের বিরুদ্ধে আটকে রেখেছে বলেও বিচারপতিদের সামনে অভিযোগ করেন ওই তরুণী৷ বিচারপতিরা বলেন, ওই তরুণীক জানিয়েছেন, তাঁকে বাড়িতে আটকে রেখে মারধর করা হয়৷ এমন কি, ওই তরুণীকে স্বাভাবিক করার জন্য পূজা-আচারও করা হয় বলে অভিযোগ৷
মাদ্রাজ হাইকোর্টের দুই বিচারপতি আরও বলেন, সুপ্রিয়া চক্রবর্তী বনাম কেন্দ্রীয় সরকারের মামলায় সুপ্রিম কোর্ট সমলিঙ্গের মধ্যে বিয়েকে মান্যতা না দিলেও তাঁরা পরিবার গঠন করতেই পারেন৷ পরিবার গঠন করার জন্য বিয়ে একমাত্র মাধ্যম হতে পারে না৷