জানা গিয়েছে, যাত্রী বোঝাই বাসটি ইন্দৌরের দিকে যাচ্ছিল৷ এ দিন সকাল ৮.৪০ মিনিট নাগাদ ডোনগরগাঁও দাসাঙ্গা গ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর উপর নীচের নদীর মধ্যে গিয়ে পড়ে সেটি৷ যদিও গ্রীষ্মকালে নদীতে জল ছিল না৷ তা না হলে আরও প্রাণহানি ঘটতে পারত৷ নিহতদের মধ্য তিনটি শিশু এবং দশজন মহিলা রয়েছেন৷
আরও পড়ুন: তিনশো টাকা কেজি, হাত দেওয়াই দায়! হঠাৎ কেন এতটা বেড়ে গেল আদার দাম?
advertisement
দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ গুরুতর আহতদের জন্য ৫০ হাজার এবং অল্প আহতদের ক্ষেত্রে ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে৷ পাশাপাশি আহতদের চিকিৎসার যাবতীয় খরচও রাজ্য সরকার বহন করবে৷
এর পাশাপাশি নিহতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ আহতদেরও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা করে সাহায্য করা হবে৷
তবে কীভাবে বাসটি সেতুর রেলিং ভেঙে নীচে গিয়ে পড়ল, তা এখনও স্পষ্ট নয়৷ বাস চালকের কোনও ভুল নাকি বাসটিতে কোনও যান্ত্রিক গোলযোগ ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে৷