TRENDING:

চলন্ত অটোরিকশয় কিশোরীকে 'গণধর্ষণ' চালক ও সঙ্গীর, নিগৃহীতাকে ছুড়ে ফেলে দেওয়া হল রাস্তার মোড়ে

Last Updated:

Lucknow Gangrape: অভিযোগ, নির্দিষ্ট রাস্তার বদলে শহরের নির্জন এলাকায় নিয়ে গিয়ে অটোচালক ও তার সঙ্গী তাকে গণধর্ষণ করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ : অটোচালক ও তার সঙ্গীর হাতে গণধর্ষিতা আঠেরো বছর বয়সি এক কিশোরী৷ এই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে লখনউ শহরে৷ অভিযোগ, শনিবার রাতে গণধর্ষণের পর তাঁকে ফেলে দেওয়া হয় শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ মোড়ে৷
অভিযোগ, নির্দিষ্ট রাস্তার বদলে শহরের নির্জন এলাকায় নিয়ে গিয়ে অটোচালক ও তার সঙ্গী তাকে গণধর্ষণ করে
অভিযোগ, নির্দিষ্ট রাস্তার বদলে শহরের নির্জন এলাকায় নিয়ে গিয়ে অটোচালক ও তার সঙ্গী তাকে গণধর্ষণ করে
advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে শিক্ষকের কাছে পড়ে বাড়ি ফেরার সময় ওই কিশোরী অটোরিকশয় ওঠেন৷ অভিযোগ, নির্দিষ্ট রাস্তার বদলে শহরের নির্জন এলাকায় নিয়ে গিয়ে অটোচালক ও তার সঙ্গী তাকে গণধর্ষণ করে৷ এমনকি, প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ৷

পুলিশকে ওই কিশোরী জানিয়েছে তাকে বিধ্বস্ত অবস্থায় ফেলে যাওয়ার পর কাছেই দাঁড়িয়ে থাকা এক পুলিশভ্যানের কাছে গিয়ে তিনি সাহায্য চান৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে বাড়িতে পৌঁছে দেয় পুলিশ৷ পরের দিন অভিযোগ জানাতেও বলেন পুলিশকর্মীরা৷

advertisement

আরও পড়ুন : নিজেকে বিয়ে, নিজের সঙ্গে মধুচন্দ্রিমার পর নিজের সঙ্গেই প্রথম করবা চৌথ পালন গুজরাতের ক্ষমার

কিশোরী অভিযোগ জানিয়েছেন যে অটোচালক মাঝপথে অন্য পথে চলে যান৷ বিপদ বুঝে চিৎকার করে পথচলতি মানুষের সাহায্য চান ওই কিশোরী৷ এমনকি, তার পরও অটোচালক তাঁর গাড়ি থামাননি৷

আরও পড়ুন :  'চারজনেই মরব, ৩০০ স্পিড দে', হাইওয়েতে ঝড়ের গতিতে বিএলডাবলু গাড়ি চলে গেল ট্রাকের তলায়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অভিযোগ, তার পর কিশোরীর মাথায় আঘাত করে ওই অটোচালক৷ ছিনিয়ে নেওয়া হয় তাঁর মোবাইল ফোন৷ এর পর তাঁকে তিন ঘণ্টা ধরে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ৷ এর পর একটি পেট্রল পাম্পে গাড়িতে গ্যাস ভর্তি করার জন্য থামে ওই অটোচালক৷ ঠিক তার আগেই অটো থেকে নিগৃহীতাকে ধাক্কা মেরে শহরের ব্যস্ত রাস্তার মোড়ে ফেলে দেওয়া হয়৷ পুলিশের একাধিক দল এই ঘটনার তদন্ত শুরু করেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
চলন্ত অটোরিকশয় কিশোরীকে 'গণধর্ষণ' চালক ও সঙ্গীর, নিগৃহীতাকে ছুড়ে ফেলে দেওয়া হল রাস্তার মোড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল