TRENDING:

সকাল সকাল মায়াবতীর বাড়িতে ঢুকল কমান্ডো ! সাইরেন বাজিয়ে বেরিয়ে এল অ্যাম্বুল্যান্স, কিন্তু কেন?

Last Updated:

BSP Mayawati News : মঙ্গলবার সকাল সকাল বহুজন সমাজ পার্টির নেতা মায়াবতীর বাড়ি থেকে যখন অ্যাম্বুল্যান্স সশব্দে বেরিয়ে এল বাতাস চিরে, চিন্তার মেঘ ঘনাল!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লখনউ: অ্যাম্বুল্যান্সের সাইরেন শুনলেই বুকের ভিতরটা কেমন জানি করে ওঠে! এই শব্দের সঙ্গে সবাই পরিচিত, যা দুশ্চিন্তাই বহন করে নিয়ে আসে প্রতি পরিবারে। ফলে, সকাল সকাল বহুজন সমাজ পার্টির নেতা মায়াবতীর বাড়ি থেকে যখন অ্যাম্বুল্যান্স সশব্দে বেরিয়ে এল বাতাস চিরে, চিন্তার মেঘ ঘনাল!
BSP সুপ্রিমো মায়াবতী
BSP সুপ্রিমো মায়াবতী
advertisement

ঘটনা মঙ্গলবার সকালের। বহুজন সমাজ পার্টি সুপ্রিমোর বয়স এখন ৬৯ বছর। স্বাস্থ্যসংক্রান্ত চিন্তা এই বয়সে লেগেই থাকে। তার উপরে পরিস্থিতিও এখন কিছুটা সরগরম। দলের ভিতরে চলছে অভ্যন্তরীণ কোন্দল, যা নিয়ে খুব স্বাভাবিক ভাবেই মায়াবতীর স্বস্তিতে থাকার কথা নয়। ফলে, যখন বাড়িতে এনএসজি কমান্ডোর দল ঢুকল এবং তার কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুল্যান্স বেরিয়ে এল, ঘটনা চকিত করে তুলল। শুধু কমান্ডোই নয়, এই সময়ে ইউপি পুলিশ সদস্যরাও বাড়ির ভিতরে এবং বাইরে উপস্থিত ছিলেন। একই সঙ্গে হাজির ছিল মেডিক্যাল টিমও।

advertisement

আরও পড়ুন– ভুটানের উপর আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞা কেন? তালিকায় ভারতের অন্যান্য প্রতিবেশী দেশও, রইল বিস্তারিত

তবে, মায়াবতীর স্বাস্থ্যসংক্রান্ত কোনও উদ্বেগের কারণ যে নেই, সে কথা অচিরেই জানিয়ে দেওয়া হয়েছে। বহুজন সমাজ পার্টির সুপ্রিমোর এবং তাঁর বাসভবনের নিরাপত্তা ঠিকঠাক আছে কি না তা পরীক্ষা করে দেখে নেওয়ার জন্যই এক মক ড্রিল বা ছদ্ম মহড়ার আয়োজন করা হয়েছিল। খুব সম্ভবত দলীয় অভ্যন্তরীণ কোন্দলই এর কারণ। এই মক ড্রিল ৯ মল অ্যাভিনিউতে অবস্থিত উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীর বাসভবনে অনুষ্ঠিত হয়েছিল। এতে নিরাপত্তা কর্মী, অ্যাম্বুল্যান্স চালক এবং এনএসজি নিরাপত্তা কর্মীরা জড়িত ছিলেন। স্থানীয় পুলিশ, দমকল বিভাগ এবং মেডিক্যাল টিমও তাদের অ্যাম্বুল্যান্স নিয়ে এই মহড়ায় যোগ দিয়েছিল। এই সময়ে এখানে অত্যন্ত কঠোর নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল। কারণ একটাই- যদি কোনও জরুরি অবস্থা ঘটে, তাহলে কীভাবে তা মোকাবিলা করা হবে তা দেখে নেওয়া!

advertisement

আরও পড়ুন– সন্তানের জন্ম দিতে গিয়ে প্রথম স্ত্রী-র মৃত্যু, কিন্তু দ্বিতীয় বিয়ের পরেই বদলে গিয়েছিল ভাগ্য! রীতিমতো তারকা হয়ে উঠেছিলেন এই অভিনেতা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই প্রসঙ্গে এনএসজি নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়েও কিছুটা জানা প্রয়োজন। দেশ ও বিশ্বের অন্যতম সেরা কমান্ডো হিসেবে এঁদের দক্ষতা প্রশ্নাতীত। বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী এঁদের নিরাপত্তা বেষ্টনেই সুরক্ষিত থাকেন। উত্তর প্রদেশে হাতে গোনা কয়েকজন রাজনৈতিক নেতা আছেন যাঁরা এনএসজি থেকে নিরাপত্তা পেয়ে থাকেন। তাঁদের মধ্যে উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নাম তো সবার প্রথমে থাকবেই, থাকবে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নামও! তৃতীয়জন হলেন মায়াবতী নিজেই! এই বাসভবনে মায়াবতীর নিরাপত্তার জন্য সর্বদা এনএসজি কমান্ডো মোতায়েন থাকে। ফলে, জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল কী হতে পারে, তা দেখে নেওয়ার জন্যই তাঁরা মক ড্রিল পরিচালনা করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সকাল সকাল মায়াবতীর বাড়িতে ঢুকল কমান্ডো ! সাইরেন বাজিয়ে বেরিয়ে এল অ্যাম্বুল্যান্স, কিন্তু কেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল