সন্তানের জন্ম দিতে গিয়ে প্রথম স্ত্রী-র মৃত্যু, কিন্তু দ্বিতীয় বিয়ের পরেই বদলে গিয়েছিল ভাগ্য! রীতিমতো তারকা হয়ে উঠেছিলেন এই অভিনেতা

Last Updated:
একাধিক সুপারহিট কমেডি ফিল্মে অভিনয় করেছেন রাজপাল যাদব। এর মধ্যে রয়েছে ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘মালামাল উইকলি’, ‘ঢোল’, ‘চুপচুপ কে’, ‘ভাগম ভাগ’, ‘খট্টা মিঠা’, ‘হেরা ফেরি’ ইত্যাদি। ‘ভুল ভুলাইয়া’ ছবিতে ছোটা পণ্ডিত রূপে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা। ফলে এই ছবিটিই তাঁর কেরিয়ারের মাইলফলক হয়ে উঠেছিল।
1/6
নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং রাজকুমার রাওয়ের মতো বহু তারকাই কঠোর পরিশ্রমের পর বলিউডে নিজেদের জমি পাকা করতে পেরেছেন। আর এই তালিকায় রয়েছেন রাজপাল যাদবও। নিজের দুর্ধর্ষ অভিনয় দক্ষতার জোরে সকলের মুখেই হাসি ফোটান এই অভিনেতা। তবে তাঁর ব্যক্তিগত জীবনটা বড়ই যন্ত্রণাদায়ক ছিল। ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়াশোনা করলেও ইন্ডাস্ট্রিতে ১৩ বছর ধরে সংঘর্ষ করতে হয়েছে রাজপালকে। দীর্ঘ এক দশক ধরে স্ট্রাগল করার পরেও যখন কাজ পাচ্ছিলেন না, তখন ক্লান্ত হয়ে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
নওয়াজউদ্দিন সিদ্দিকী এবং রাজকুমার রাওয়ের মতো বহু তারকাই কঠোর পরিশ্রমের পর বলিউডে নিজেদের জমি পাকা করতে পেরেছেন। আর এই তালিকায় রয়েছেন রাজপাল যাদবও। নিজের দুর্ধর্ষ অভিনয় দক্ষতার জোরে সকলের মুখেই হাসি ফোটান এই অভিনেতা। তবে তাঁর ব্যক্তিগত জীবনটা বড়ই যন্ত্রণাদায়ক ছিল। ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়াশোনা করলেও ইন্ডাস্ট্রিতে ১৩ বছর ধরে সংঘর্ষ করতে হয়েছে রাজপালকে। দীর্ঘ এক দশক ধরে স্ট্রাগল করার পরেও যখন কাজ পাচ্ছিলেন না, তখন ক্লান্ত হয়ে অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
advertisement
2/6
একাধিক সুপারহিট কমেডি ফিল্মে অভিনয় করেছেন রাজপাল যাদব। এর মধ্যে রয়েছে ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘মালামাল উইকলি’, ‘ঢোল’, ‘চুপচুপ কে’, ‘ভাগম ভাগ’, ‘খট্টা মিঠা’, ‘হেরা ফেরি’ ইত্যাদি। ‘ভুল ভুলাইয়া’ ছবিতে ছোটা পণ্ডিত রূপে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা। ফলে এই ছবিটিই তাঁর কেরিয়ারের মাইলফলক হয়ে উঠেছিল। রামগোপাল ভার্মার ‘জঙ্গলি’ ছবিতে প্রথম বড় ব্রেক পান ৫৪ বছর বয়সী এই অভিনেতা। ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
একাধিক সুপারহিট কমেডি ফিল্মে অভিনয় করেছেন রাজপাল যাদব। এর মধ্যে রয়েছে ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘মালামাল উইকলি’, ‘ঢোল’, ‘চুপচুপ কে’, ‘ভাগম ভাগ’, ‘খট্টা মিঠা’, ‘হেরা ফেরি’ ইত্যাদি। ‘ভুল ভুলাইয়া’ ছবিতে ছোটা পণ্ডিত রূপে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা। ফলে এই ছবিটিই তাঁর কেরিয়ারের মাইলফলক হয়ে উঠেছিল। রামগোপাল ভার্মার ‘জঙ্গলি’ ছবিতে প্রথম বড় ব্রেক পান ৫৪ বছর বয়সী এই অভিনেতা। ছবিতে নেতিবাচক চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
3/6
নিজের প্রতিভা প্রদর্শন: প্রথম জীবনে কঠিন সময় পার করতে হয়েছিল রাজপাল যাদবকে। শুধু পেশাগত জীবনেই নয়, ব্যক্তিগত জীবনেও প্রচুর লড়তে হয়েছে তাঁকে। এক সময় কাজ করতে হয়েছিল কাপড়ের কারখানায়। আর আজ তিনি কয়েক লক্ষ টাকার সম্পত্তির মালিক। কোনও রকমে সংসার চালাতেন। আর রাতে কারখানায় কাজ করতেন। কিন্তু মাত্র ২০ বছর বয়সে অভিনেতার জীবনে নেমে আসে দুঃখের পাহাড়।
নিজের প্রতিভা প্রদর্শন: প্রথম জীবনে কঠিন সময় পার করতে হয়েছিল রাজপাল যাদবকে। শুধু পেশাগত জীবনেই নয়, ব্যক্তিগত জীবনেও প্রচুর লড়তে হয়েছে তাঁকে। এক সময় কাজ করতে হয়েছিল কাপড়ের কারখানায়। আর আজ তিনি কয়েক লক্ষ টাকার সম্পত্তির মালিক। কোনও রকমে সংসার চালাতেন। আর রাতে কারখানায় কাজ করতেন। কিন্তু মাত্র ২০ বছর বয়সে অভিনেতার জীবনে নেমে আসে দুঃখের পাহাড়।
advertisement
4/6
স্ত্রী-র মৃত্যু: এক পুরনো সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন যে, কন্যাসন্তানের জন্ম দিতে গিয়ে জটিলতার জেরে মৃত্যু হয়েছিল রাজপাল যাদবের প্রথম স্ত্রীর। সেই সময় অভিনেতার বয়স ছিল মাত্র ২০ বছর। অভিনেতা জানান যে, জন্মের পরের দিনই সদ্যোজাত কন্যা ও স্ত্রীকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে যায়।
স্ত্রী-র মৃত্যু: এক পুরনো সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন যে, কন্যাসন্তানের জন্ম দিতে গিয়ে জটিলতার জেরে মৃত্যু হয়েছিল রাজপাল যাদবের প্রথম স্ত্রীর। সেই সময় অভিনেতার বয়স ছিল মাত্র ২০ বছর। অভিনেতা জানান যে, জন্মের পরের দিনই সদ্যোজাত কন্যা ও স্ত্রীকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন। কিন্তু হাসপাতালে পৌঁছনোর আগেই সব শেষ হয়ে যায়।
advertisement
5/6
কন্যাসন্তানের যত্ন: স্ত্রীর মৃত্যুতে গভীর শোকগ্রস্ত হয়ে পড়েন রাজপাল যাদব। কিন্তু সদ্যোজাত সন্তানকে মা-ছাড়া কী করে বড় করবেন, সেই ভাবনাও কুরে কুরে খেত তাঁকে। তবে সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন যে, কন্যার দেখভাল করেছে তাঁর পরিবারই। মায়ের অভাব কখনওই বুঝতে দেওয়া হয়নি সন্তানকে। স্ত্রী-বিয়োগের যন্ত্রণা কাটিয়ে উঠে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তি হন রাজপাল যাদব। সেখান থেকেই ফিল্মি দুনিয়ার সফর শুরু হয় তাঁর। প্রায় ১৩ বছর লড়াই করার পর রামগোপাল ভার্মার ‘জঙ্গলি’ ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি।
কন্যাসন্তানের যত্ন: স্ত্রীর মৃত্যুতে গভীর শোকগ্রস্ত হয়ে পড়েন রাজপাল যাদব। কিন্তু সদ্যোজাত সন্তানকে মা-ছাড়া কী করে বড় করবেন, সেই ভাবনাও কুরে কুরে খেত তাঁকে। তবে সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন যে, কন্যার দেখভাল করেছে তাঁর পরিবারই। মায়ের অভাব কখনওই বুঝতে দেওয়া হয়নি সন্তানকে। স্ত্রী-বিয়োগের যন্ত্রণা কাটিয়ে উঠে ন্যাশনাল স্কুল অফ ড্রামায় ভর্তি হন রাজপাল যাদব। সেখান থেকেই ফিল্মি দুনিয়ার সফর শুরু হয় তাঁর। প্রায় ১৩ বছর লড়াই করার পর রামগোপাল ভার্মার ‘জঙ্গলি’ ছবিতে অভিনয় করার সুযোগ পান তিনি।
advertisement
6/6
২০০৩ সালে দ্বিতীয় বিয়ে: ২০০৩ সালে স্ট্রাগলিং পিরিয়ডেই অভিনেতা রাধা নামে এক মহিলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তিনি মনে করেন যে, তাঁর জন্য স্ত্রী যেন সৌভাগ্য বয়ে এনেছিলেন। রাজপালের আগের পক্ষের কন্যাকে নিজের সন্তানের মতোই দেখভাল করেছেন রাধা।.সেই সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ় ভাবে স্বামীর পাশে থেকেছেন।
২০০৩ সালে দ্বিতীয় বিয়ে: ২০০৩ সালে স্ট্রাগলিং পিরিয়ডেই অভিনেতা রাধা নামে এক মহিলার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। তিনি মনে করেন যে, তাঁর জন্য স্ত্রী যেন সৌভাগ্য বয়ে এনেছিলেন। রাজপালের আগের পক্ষের কন্যাকে নিজের সন্তানের মতোই দেখভাল করেছেন রাধা।.সেই সঙ্গে প্রতিকূল পরিস্থিতিতেও দৃঢ় ভাবে স্বামীর পাশে থেকেছেন।
advertisement
advertisement
advertisement