পুলিশ সূত্রে খবর, ওই রাতের ঘটনার বিবরণ দিয়েছেন তরুণীর বোন। জানা গিয়েছে, সুধাংশু নামে এক ব্যক্তি ওই বিউটিশিয়ানকে এক বিয়ের অনুষ্ঠানে ডাকেন। তরুণীর জন্য গাড়িও পাঠানো হয়। ওই তরুণী এবং তাঁর বোনকে আদর্শ, বিকাশ এবং অজয় নামে তিন ব্যক্তি বিয়ে বাড়ির জন্য তাঁদের নিতে আসেন। অনুষ্ঠান শেষে কিছুটা আগেই তারা দুই তরুণীকে বাড়ি ছেড়ে দেওয়ার অছিলায় রওনা দেন। এরপরেই হাড়হিম করা অভিজ্ঞতার কথা শোনান তরুণীর বোন।
advertisement
আরও পড়ুন: চিনের মাথায় হাত,ঠকঠক করে কাঁপবে পাকিস্তানও!ভারতের হাতে এবার এমন জিনিস, শুনে চমকে উঠছে সকলে
তিনি জানান, বাড়ি ফেরার পথেই চলন্ত গাড়িতেই তাঁদের উপর যৌন নির্যাতন করতে শুরু করে তিন ব্যক্তি। বছর ২৬-এর ওই বিউটিশিয়ানকে ধর্ষণও করতে যায় অজয়। তা করতে বাধা পেয়েই ঘাড়ে ছুরির কোপ বসিয়ে দেয় সে। এরপরেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। তিন যুবক পালিয়ে গেলেও গাড়ির মধ্যেই আটকে যান দুই তরুণী। এরপরে স্থানীয় লোকজন এসে তাঁদের উদ্ধার করে।
আরও পড়ুন: তাঁর চোখের জটিল রোগ গ্রাস করেছিল সন্তানদেরও, ২ শিশুকে হত্যা করে চরম সিদ্ধান্ত মায়ের
যাওয়ার আগে অভিযুক্তরা তরুণীর বোনকে ঘটনা জানাজানি হলে তাঁকে এবং তাঁর পরিবারের লোকেদের প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে বলেও অভিযোগ জানান তিনি।
এই ঘটনায় ওই বিউটিশিয়ানের স্বামী ব্যান্থরা থানায় অভিযোগ জানিয়েছেন। দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ইতিমধ্যেই বিকাশ এবং আদর্শকে গ্রেফতার করা হলেও অজয়ের খোঁজ চলছে। গোটা এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে বলে জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
