TRENDING:

মধ্যবিত্তের হেঁশেলে কোপ, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #নয়াদিল্লি: মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ, হেঁসেলে ফের কোপ ৷ ফের দাম বাড়ল গ্যাসের দাম ৷ ভতুর্কিযুক্ত ও ভর্তুকিহীন দুই ক্ষেত্রেই রান্নার গ্যাসের দাম বাড়ল মঙ্গলবার মধ্যরাত থেকেই ৷
advertisement

ভর্তুকিযুক্ত গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১.৭৬ টাকা করে বাড়ানো হয়েছে ৷ একইসঙ্গে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি একলাফে ৩৫.৫০ টাকা বাড়ল ৷ মঙ্গলবার ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন(আইওসি)-র তরফ থেকে একটি বিবৃতি পেশ করে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে তেল ও গ্যাসের দাম বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা বিনিময়ের মূল্য পরিবর্তনের ফলে দাম বাড়ল রান্নার গ্যাসের ৷ কেউ কেউ জিএসটি-কেও এই গ্যাসের দাম বৃদ্ধির জন্য দায়ী করেছেন ৷

advertisement

আরও পড়ুন 

অসম NRC: প্রতিবাদে বিভিন্ন শাখায় রেল অবরোধ মতুয়া মহাসঙ্ঘের

আজ থেকে দিল্লিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম ৭৮৯.০৫ আর ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম পড়বে ৪৯৮.০২ টাকা ৷

আরও পড়ুন 

অসম NRC নিয়ে উত্তাল গোটা দেশ, জানেন কী এই NRC?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পরিবার পিছু বছরে ১২টি রান্নার গ্যাসের সিলিন্ডারে ভর্তুকি দেয় কেন্দ্র। কোনও পরিবারে এর থেকে বেশি সিলিন্ডার দরকার হলে তা কিনতে হয় বাজার দরে।

বাংলা খবর/ খবর/দেশ/
মধ্যবিত্তের হেঁশেলে কোপ, ফের বাড়ল রান্নার গ্যাসের দাম