অসম NRC: প্রতিবাদে বিভিন্ন শাখায় রেল অবরোধ মতুয়া মহাসঙ্ঘের
Last Updated:
#কলকাতা: অসমে নাগরিক পঞ্জি থেকে ৪০ লাখ মানুষের নাম বাদ পড়া নিয়ে দেশজোড়া উত্তেজনার আঁচ লাগল এরাজ্যেও। পূর্বঘোষিত কর্মসূচিই মতোই বুধবার সকাল থেকে অসম নাগরিকপঞ্জির প্রতিবাদে রেল অবরোধে নেমেছে মতুয়া মহাসঙ্ঘ ৷ দমদম সহ হাসনাবাদ ও বনগাঁ শাখার বিভিন্ন স্টেশনে মতুয়াদের রেল অবরোধে ব্যাহত ট্রেন চলাচল ৷
অফিস টাইমে ভোগান্তিতে নিত্যযাত্রীরা ৷ অবরোধ চলছে দমদম, হাসনাবাদ শাখার সন্ডালিয়া স্টেশনে এবং বনগাঁ শাখার হাবড়া, বারাসত, মধ্যমগ্রাম, ঠাকুরনগর ও নিউ ব্যারাকপুর স্টেশনে ৷
অসমের খসড়া নাগরিকপঞ্জি-তে চল্লিশ লাখ মানুষের নামের পাশে লালকালির দাগ। কার্যত রাতারাতি ভারতীয় নাগরিকত্ব হারানোর পথে তাঁরা। নাগরিক পঞ্জিতে নাম তোলার জন্য আবেদন করেন ৩ কোটি ২৯ লক্ষ মানুষ ৷ তালিকায় প্রকাশিত হয়েছে ২ কোটি ৮৯ লক্ষ মানুষের নাম ৷ কার্যত রাতারাতি উদ্বাস্তু ৪০ লক্ষ মানুষ ৷ বাকিরা যাবেন কোথায়? ঘিরে ধরছে অনিশ্চয়তা আর দেশছাড়া হওয়ার আশঙ্কা।
advertisement
advertisement
আরও পড়ুন
মতুয়া সঙ্ঘের দাবি, এই বাদ পড়া ৪০ লাখ মানুষের মধ্যে একটা বড় অংশই তাদের সম্প্রদায়ের মানুষ ৷ মতুয়া সঙ্ঘের বড়মা বীণাপাণিদেবী এই মানুষদের নিয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ‘বাংলাদেশী তাড়াও’ মন্তব্য ঘি ঢেলেছে বিতর্কে। মতুয়া সঙ্ঘের পক্ষ থেকে মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে প্রতীকী রেল অবরোধের কথা ঘোষণা করেছিলেন ৷
advertisement
আরও পড়ুন
Location :
First Published :
August 01, 2018 9:28 AM IST