অসম NRC: প্রতিবাদে বিভিন্ন শাখায় রেল অবরোধ মতুয়া মহাসঙ্ঘের

Last Updated:
#কলকাতা: অসমে নাগরিক পঞ্জি থেকে ৪০ লাখ মানুষের নাম বাদ পড়া নিয়ে দেশজোড়া উত্তেজনার আঁচ লাগল এরাজ্যেও। পূর্বঘোষিত কর্মসূচিই মতোই বুধবার সকাল থেকে অসম নাগরিকপঞ্জির প্রতিবাদে রেল অবরোধে নেমেছে মতুয়া মহাসঙ্ঘ ৷ দমদম সহ হাসনাবাদ ও বনগাঁ শাখার বিভিন্ন স্টেশনে মতুয়াদের রেল অবরোধে ব্যাহত ট্রেন চলাচল ৷
অফিস টাইমে ভোগান্তিতে নিত্যযাত্রীরা ৷ অবরোধ চলছে দমদম, হাসনাবাদ শাখার সন্ডালিয়া স্টেশনে এবং বনগাঁ শাখার হাবড়া, বারাসত, মধ্যমগ্রাম, ঠাকুরনগর ও নিউ ব্যারাকপুর স্টেশনে ৷
অসমের খসড়া নাগরিকপঞ্জি-তে চল্লিশ লাখ মানুষের নামের পাশে লালকালির দাগ। কার্যত রাতারাতি ভারতীয় নাগরিকত্ব হারানোর পথে তাঁরা। নাগরিক পঞ্জিতে নাম তোলার জন্য আবেদন করেন ৩ কোটি ২৯ লক্ষ মানুষ ৷ তালিকায় প্রকাশিত হয়েছে ২ কোটি ৮৯ লক্ষ মানুষের নাম ৷ কার্যত রাতারাতি উদ্বাস্তু ৪০ লক্ষ মানুষ ৷ বাকিরা যাবেন কোথায়? ঘিরে ধরছে অনিশ্চয়তা আর দেশছাড়া হওয়ার আশঙ্কা।
advertisement
advertisement
আরও পড়ুন 
মতুয়া সঙ্ঘের দাবি, এই বাদ পড়া ৪০ লাখ মানুষের মধ্যে একটা বড় অংশই তাদের সম্প্রদায়ের মানুষ ৷ মতুয়া সঙ্ঘের বড়মা বীণাপাণিদেবী এই মানুষদের নিয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন ৷ এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের ‘বাংলাদেশী তাড়াও’ মন্তব্য ঘি ঢেলেছে বিতর্কে। মতুয়া সঙ্ঘের পক্ষ থেকে মঙ্গলবারই সাংবাদিক বৈঠক করে প্রতীকী রেল অবরোধের কথা ঘোষণা করেছিলেন ৷
advertisement
আরও পড়ুন 
বাংলা খবর/ খবর/কলকাতা/
অসম NRC: প্রতিবাদে বিভিন্ন শাখায় রেল অবরোধ মতুয়া মহাসঙ্ঘের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement