ফের দুর্দান্ত একটি ফিচার আনল হোয়াটসঅ্যাপ, আজ থেকেই করুন ব্যবহার

Last Updated:
#কলকাতা: মেসেজিং অ্যাপের মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে হোয়াটসঅ্যাপ ৷ মেসেজ, ছবি, ভিডিও থেকে ফাইল সমস্ত কিছুই পাঠানো যায় একটি ক্লিকের মাধ্যমে ৷ ব্যবহারকারীদের মধ্য জনপ্রিয়তা বজায় রাখতে নিত্যনতুন বিভিন্ন ফিচার্স নিয়ে হাজির হয় সংস্থা ৷ আপডেট করা হয় অ্যাপটি ৷ এবার ফের গ্রাহকদের জন্য আরও একটি ফিচার্স নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ ৷
এবার ব্যবহারকারীদের মধ্যে ভিডিও কল আরও জনপ্রিয় করে তুলতে নতুন পদক্ষেপ নিল এই মেসেজিং অ্যাপ ৷ বহু প্রতীক্ষিত গ্রুপ ভয়েস ও ভিডিও কলের সুবিধা এদিন থেকেই চালু করল হোয়াটসঅ্যাপ ৷ সমস্ত আইওএস ও অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরাই এই ফিচার্স উপভোগ করতে পারবেন ৷
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ জানিয়েছে, গ্রুপ ভিডিও কলিং ফিচার ব্যবহার করে সর্বোচ্চ চারজন একইসঙ্গে কথা বলতে পারবেন ৷ এতদিন ভিডিও কলিংয়ের মাধ্যমে মাত্র দু’জন গ্রাহকই যুক্ত হতে পারতেন ৷
advertisement
advertisement
গ্রুপ ভিডিও কলিংয়ের জন্য- প্রথমে সাধারণ ভিডিও কলের মতোই কোনও এক হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে কল করতে হবে ৷ কল কানেক্ট হওয়ার পরই স্ক্রিনের উপরে আরও একজনকে ওই ভিডিও কলে যুক্ত করার অপশন ভেসে উঠবে ৷ সেই অপশনটি টাচ করে নতুন ব্যবহারকারীকে ভিডিও কলে যুক্ত করার পর চতুর্থ আরেকজন ব্যক্তিকেও ওই ভিডিও কলিংয়ে সামিল করা যাবে ৷
advertisement
হোয়াটসঅ্যাপের দাবি, ইন্টারনেটের গতি কম থাকলেও এই পরিষেবা ব্যবহারে কোনও অসুবিধা হবে না ৷ তবে এই নতুন ফিচারটি পেতে বর্তমান অ্যাপসটিকে গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে আপডেট করতে হবে ৷
বাংলা খবর/ খবর/প্রযুক্তি/
ফের দুর্দান্ত একটি ফিচার আনল হোয়াটসঅ্যাপ, আজ থেকেই করুন ব্যবহার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement