ঘটনার তদন্তে নেমে সদর ডিএসপি রাজীব কুমার জানান, প্রেমিক-প্রেমিকা দু’জনেই প্রাপ্তবয়স্ক। তাদের নিরাপত্তার জন্য পুলিশি প্রোটেকশনে রাখা হয়েছে। একইসঙ্গে মেয়ের ভাইকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: আপনার কি ওভার ওয়েট! বয়স অনুযায়ী ওজন ঠিক কত হওয়া উচিত? BMI ফর্মুলা বলছে সঠিক উত্তর, জানুন…
জানা গেছে, ২ জুলাই প্রেমিক যুগল একসঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে মেয়ের পরিবার তাদের ফেরত আনতে রাজি হয় এবং বিয়ের প্রতিশ্রুতি দেয়। কিন্তু ৩ জুলাই দুপুরে যখন তারা ফেরে, তখন মেয়ের পরিবারের সদস্যরা প্রেমিকের বাবাকে বাড়িতে ডেকে আনে।
advertisement
বাবার সামনেই ছেলের মাথার চুল কেটে ফেলা হয়, মুখে কালি লেপে দেওয়া হয় এবং তাকে প্রবল মারধর করে গোটা গ্রামে ঘোরানো হয়। পরে ছেলেকে তার বাবার সঙ্গেই বাড়ি পাঠানো হয়।
আরও পড়ুন: হাড়ের ক্যানসারের লক্ষণ কেমন হয়? এই ৫ সঙ্কেত অবহেলা করলেই ভয়ঙ্কর বিপদ…
এ ঘটনায় প্রথমে কোনও পক্ষই থানায় অভিযোগ দায়ের করেনি। কিন্তু ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই পুলিশ নিজে থেকে বিষয়টি নজরে নেয়।
সদর ডিএসপি রাজীব কুমার জানান, ভাইরাল ভিডিও যাচাই করার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। অভিযুক্ত মেয়ের ভাইকে গ্রেফতার করা হয়েছে। প্রেমিক-প্রেমিকাকে পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছে।
উভয় পক্ষের পক্ষ থেকেই এফআইআর দায়ের করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।
এই ঘটনায় গ্রামে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশ পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে।