বৃহস্পতিবার রাজ্যসভায় বিদায়ী ভাষণ দিলেন রেনুকা চৌধুরি ৷ কারণ কংগ্রেস আইনজীবী রেনুকা চৌধুরির মেয়াদ শেষ ৷ সেই ভাষণেই রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডুর বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন রেনুকা ৷
গত বুধবার নাইডু বলেন, ‘নিজের ওজন না বাড়িয়ে দলে আপনার ওজন বাড়ান ৷’ সেই প্রসঙ্গেই রেনুকা বলেন, ‘আমার ওজন নিয়ে অনেকেই চিন্তিত ৷ কিন্তু এই চাকরিতে নিজের ওজন বাড়ানোর বিশেষ প্রয়োজন রয়েছে ৷’ বিপাকে পড়ে নাইডু ফের মুখ খোলেন নাইডু ৷ তিনি বলেন, ‘এটি আমার খুব সাধারণ একটা সাজেশন ছিল ৷ দলে ওজন বাড়ানোর জন্যই আমি আপনার ওজন কমাতে বলেছি ৷’ নাইডুর এহেন মন্তব্যের পরই রাজ্যসভায় হাসির রোল ওঠে ৷
advertisement
চন্দ্রবাবু নাইডুর চিন্তা কমিয়ে রেনুকা বলেন, ‘স্যার এত চিন্তা করবেন না ৷ কংগ্রেস দল তাঁর নিজের জায়গায় একেবারে ঠিক আছে ৷’
এদিন রেনুকা আরও বলেন, ‘আমি ভাগ্যবান ৷ ডেপুটি চেয়ার দখলের জন্য নাজমা হেপতুল্লার বিপরীতে বিরোধী নেতাদের জোটবদ্ধ করতে সফল হয়েছি ৷’ পাশাপাশি, রাজ্যসভায় মহিলারাও যাতে মহিলারা এগিয়ে আসেন ৷ সেই বিষয়টি নিয়েও এদিন আফসোস করে রেনুকা বলেন, ‘এই মুহূর্তে রাজ্যসভার মোট সদস্যের মাত্র ১১ শতাংশ মহিলা ৷ আশা করি, এই সংখ্যাটা আরও বেশ কিছুটা বাড়বে ৷’