TRENDING:

Big Breaking Lok Sabha Election 2024 Date : লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা শনিবার! ভোটের বড় আপডেট দিল নির্বাচন কমিশন

Last Updated:

Lok Sabha Election 2024 Date : ভোটের বাদ্যি বেজে গেল। আগামিকাল শনিবারই ২০২৪ এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এই সপ্তাহে নির্বাচনের সময়সূচী ঘোষণা করতে পারে এমন জল্পনা আগেই ছিল। এবার এই তথ্যে সিলমোহর দিল কমিশন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ভোটের বাদ্যি বেজে গেল। আগামিকাল শনিবারই ২০২৪ এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ জানিয়ে দেবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এই সপ্তাহে নির্বাচনের সময়সূচী ঘোষণা করতে পারে এমন জল্পনা আগেই ছিল। এবার এই তথ্যে সিলমোহর দিল কমিশন।
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা
লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা
advertisement

কমিশনের তরফে ট্যুইট করে জানিয়ে দেওয়া হল, ভোটের সময়সূচী ঘোষণা করতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক আগামিকালই। ১৬ মার্চ শনিবার বিকেল তিনটেয় অনুষ্ঠিত হবে এই সাংবাদিক বৈঠক।

কমিশন সূত্রে জানানো হয়েছে, বৈঠকটি ECI-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে। অতএব শনিবারই চূড়ান্ত হয়ে যাবে কোথায় কোন রাজ্যে কবে ও কত দফায় ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: লক্ষ্মীর ভাণ্ডার…! মাসে মাসে কড়কড়ে ১০০০ টাকা এপ্রিল থেকেই! আপনি পাবেন তো? কী শর্ত? কী ভাবে করবেন আবেদন? জানুন সঠিক পদ্ধতি

advertisement

রাজ্যে রাজ্যে লোকসভা নির্বাচন কখন হবে, কত ধাপে এবং তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হবে দ্রুত। কমিশন সূত্রে খবর, নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি কার্যকর হবে এবং সে কারণে এই সময়ের পরে সরকার নতুন কোনও নীতি বা সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না।

advertisement

আগামিকাল বিধানসভা উপনির্বাচন কমিশনের দিনক্ষণও বলে দিতে পারে কমিশন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের দুটি উপনির্বাচন কেন্দ্র মুর্শিদাবাদের ভগবানগোলা ও উত্তর ২৪ পরগনার বরানগর কেন্দ্রের উপনির্বাচন কবে হবে তাও স্পষ্ট হয়ে যেতে পারেন শনিবারই।

বাংলা খবর/ খবর/দেশ/
Big Breaking Lok Sabha Election 2024 Date : লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা শনিবার! ভোটের বড় আপডেট দিল নির্বাচন কমিশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল