কমিশনের তরফে ট্যুইট করে জানিয়ে দেওয়া হল, ভোটের সময়সূচী ঘোষণা করতে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক আগামিকালই। ১৬ মার্চ শনিবার বিকেল তিনটেয় অনুষ্ঠিত হবে এই সাংবাদিক বৈঠক।
কমিশন সূত্রে জানানো হয়েছে, বৈঠকটি ECI-এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা হবে। অতএব শনিবারই চূড়ান্ত হয়ে যাবে কোথায় কোন রাজ্যে কবে ও কত দফায় ভোটগ্রহণ পর্ব অনুষ্ঠিত হবে।
রাজ্যে রাজ্যে লোকসভা নির্বাচন কখন হবে, কত ধাপে এবং তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হবে তাও জানিয়ে দেওয়া হবে দ্রুত। কমিশন সূত্রে খবর, নির্বাচনের তারিখ ঘোষণার পরপরই নির্বাচনী আচরণবিধি কার্যকর হবে এবং সে কারণে এই সময়ের পরে সরকার নতুন কোনও নীতি বা সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না।
আগামিকাল বিধানসভা উপনির্বাচন কমিশনের দিনক্ষণও বলে দিতে পারে কমিশন। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের দুটি উপনির্বাচন কেন্দ্র মুর্শিদাবাদের ভগবানগোলা ও উত্তর ২৪ পরগনার বরানগর কেন্দ্রের উপনির্বাচন কবে হবে তাও স্পষ্ট হয়ে যেতে পারেন শনিবারই।