TRENDING:

সরিয়ে দেওয়া হল সুদীপকে, চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন লকেট চট্টোপাধ্যায়!  

Last Updated:

Locket Chatterjee: সরকারিভাবে কয়েকদিন আগেই এই রদবদলের প্রসঙ্গ সামনে আসতেই শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী , কলকাতা:  খাদ্য,উপভোক্তা বিষয়ক ও পাবলিক ডিস্ট্রিবিউশন সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে আজ,শুক্রবার দায়িত্বভার গ্রহন করলেন হুগলীর বিজেপি সাংসদ  লকেট  চট্টোপাধ্যায় । আগে এই কমিটির চেয়ারম্যান ছিলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁকে সরিয়ে কমিটির মাথায় নিয়ে আসা হল লকেট চট্টোপাধ্যায়কে।
নতুন দায়িত্বে লকেট
নতুন দায়িত্বে লকেট
advertisement

সরকারিভাবে কয়েকদিন আগেই এই রদবদলের প্রসঙ্গ সামনে আসতেই শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। এই রদবদল নিয়ে ক্ষোভ উগড়ে দেন ডেরেক ও’‌ব্রায়েন। সংসদে বিভিন্ন কমিটির মতো খাদ্য ও উপভোক্তা বিষয়ক স্থায়ী কমিটি রয়েছে। সেখানে এই কমিটির প্রধানের পদ তৃণমূল কংগ্রেসের হাতে ছিল। মঙ্গলবার সেটা কেড়ে নেওয়া হয়েছে। আর সেখানে বসানো হয়েছে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। এমনকী অন্য কোনও সংসদীয় স্থায়ী কমিটির শীর্ষে নেই কোনও তৃণমূল কংগ্রেস সাংসদ। এই খবর প্রকাশ্যে আসতেই রে রে করে ওঠেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক।

advertisement

আরও পড়ুন: কয়লা ও গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, রাজ্য পুলিশের সমস্ত মামলার তথ্য নিল ইডি

সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে টুইটও করেন ডেরেক ও’‌ব্রায়েন। কেন্দ্রকে তুলোধনা করে ডেরেক টুইটারে লেখেন, ‘নতুন স্থায়ী সংসদীয় কমিটি ঘোষিত হয়েছে। সংসদে তৃণমূল তৃতীয় বৃহত্তম দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হওয়া সত্ত্বেও কোনও সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হল না। এটাই নতুন ভারতের নির্মম বাস্তবতা'।

advertisement

আরও পড়ুন: রক্ষাকবচ নিয়েই কাঁথি থানায় শুভেন্দুর ভাই সৌমেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

প্রসঙ্গত, সংসদে মোট ২৪টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে। তার মধ্যে ১৬টির সভাপতি হন লোকসভার সাংসদরা। বাকি আটটির দায়িত্বে থাকেন রাজ্যসভার সদস্যরা। লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান ঠিক করেন, কে কোন কমিটির চেয়ারম্যান হবেন। সেই মতোই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্দিষ্ট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে লকেটকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়। আজ আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্বভার গ্রহণ করলেন লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় বললেন,' যে দায়িত্ব আমায় দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব'। বিরোধীদের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে লকেট এও বলেন,' আম আদমির স্বার্থে কমিটি কাজ করবে'।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সরিয়ে দেওয়া হল সুদীপকে, চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করলেন লকেট চট্টোপাধ্যায়!  
Open in App
হোম
খবর
ফটো
লোকাল