সরকারিভাবে কয়েকদিন আগেই এই রদবদলের প্রসঙ্গ সামনে আসতেই শুরু হয়েছিল রাজনৈতিক চাপানউতোর। এই রদবদল নিয়ে ক্ষোভ উগড়ে দেন ডেরেক ও’ব্রায়েন। সংসদে বিভিন্ন কমিটির মতো খাদ্য ও উপভোক্তা বিষয়ক স্থায়ী কমিটি রয়েছে। সেখানে এই কমিটির প্রধানের পদ তৃণমূল কংগ্রেসের হাতে ছিল। মঙ্গলবার সেটা কেড়ে নেওয়া হয়েছে। আর সেখানে বসানো হয়েছে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। এমনকী অন্য কোনও সংসদীয় স্থায়ী কমিটির শীর্ষে নেই কোনও তৃণমূল কংগ্রেস সাংসদ। এই খবর প্রকাশ্যে আসতেই রে রে করে ওঠেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক।
advertisement
আরও পড়ুন: কয়লা ও গরু পাচার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়, রাজ্য পুলিশের সমস্ত মামলার তথ্য নিল ইডি
সরাসরি প্রধানমন্ত্রীকে নিশানা করে টুইটও করেন ডেরেক ও’ব্রায়েন। কেন্দ্রকে তুলোধনা করে ডেরেক টুইটারে লেখেন, ‘নতুন স্থায়ী সংসদীয় কমিটি ঘোষিত হয়েছে। সংসদে তৃণমূল তৃতীয় বৃহত্তম দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল হওয়া সত্ত্বেও কোনও সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হল না। এটাই নতুন ভারতের নির্মম বাস্তবতা'।
আরও পড়ুন: রক্ষাকবচ নিয়েই কাঁথি থানায় শুভেন্দুর ভাই সৌমেন্দু, তোলপাড় রাজ্য রাজনীতি
প্রসঙ্গত, সংসদে মোট ২৪টি স্ট্যান্ডিং কমিটি রয়েছে। তার মধ্যে ১৬টির সভাপতি হন লোকসভার সাংসদরা। বাকি আটটির দায়িত্বে থাকেন রাজ্যসভার সদস্যরা। লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান ঠিক করেন, কে কোন কমিটির চেয়ারম্যান হবেন। সেই মতোই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নির্দিষ্ট কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে লকেটকে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান করা হয়। আজ আনুষ্ঠানিকভাবে সেই দায়িত্বভার গ্রহণ করলেন লকেট চট্টোপাধ্যায়। লকেট চট্টোপাধ্যায় বললেন,' যে দায়িত্ব আমায় দেওয়া হয়েছে সেই দায়িত্ব আমি যথাযথভাবে পালন করব'। বিরোধীদের মন্তব্যকে গুরুত্ব না দিয়ে লকেট এও বলেন,' আম আদমির স্বার্থে কমিটি কাজ করবে'।