সূত্রের খবর অনুযায়ী, যুবককে হত্যার পেছনে মূল চক্রী তার লিভ ইন পার্টনারই। ২১ বছর বয়সী অভিযুক্ত তরুণী অমৃতা ফরেন্সিক সায়েন্সের ছাত্রী। অভিযুক্ত তরুণী তার প্রাক্তন প্রেমিক এবং অন্য এক যুবক মিলে যুবককে খুন করেছে বলেই অভিযোগ। অভিযুক্তরা সকলেই উত্তর প্রদেশের মোরাদাবাদের বাসিন্দা।
advertisement
জানা গিয়েছে, মৃত যুবক রামকেশ মীনা গান্ধী বিহারের একটি বিল্ডিংয়ের চতুর্থ তলায় একা থাকতেন। ৬ অক্টোবর, পুলিশ এবং ফায়ার অফিসাররা একটি সন্দেহজনক এয়ার-কন্ডিশনার বিস্ফোরণের খবর পায়। আগুন নেভানোর পর, অ্যাপার্টমেন্টের মধ্য থেকে রামকেশ মীনার দগ্ধ দেহ উদ্ধার করা হয়। ঘটনাকে প্রাথমিক ভাবে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা হলেও তদন্ত শুরু করার পর খুনের ষড়যন্ত্রের আভাস পায় পুলিশ।
প্রাথমিক তদন্তে ৫ অক্টোবর রাতের সিসিটিভি ফুটেজে দুই মুখোশধারী ব্যক্তিকে বিল্ডিংয়ে প্রবেশ করতে দেখা যায়। রাত ২.৫৭ নাগাদ একজন মহিলাকে তাদের একজনের সঙ্গে বাইরে বেরোতে দেখা যায়। এই ফুটেজ আগুন লাগার ঠিক কয়েক মুহূর্ত আগের। সন্দেহ প্রকাশ করেন তদন্তকারীরা।
এরপর অভিযুক্ত মহিলার মোবাইলের লোকেশন ট্র্যাক করে দেখা যায় তা অপরাধস্থলের কাছেই ছিল। মোরাদাবাদে কয়েকটি অভিযান চালানোর পর ১৮ অক্টোবর অভিযুক্ত তরুণীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি অপরাধ স্বীকার করে তরুণী। দুই সহযোগীর নামও প্রকাশ করে দেয় তরুণী। পরে সকলকেই গ্রেফতার করেছে পুলিশ।
