TRENDING:

UPSC Aspirant Killed: প্রেমিকের দেহে ঘি মাখালেন প্রেমিকা, মাঝরাতে বেরিয়ে গেলেন বাড়ি থেকে! UPSC ছাত্র খুনে চাঞ্চল্যকর মোড়

Last Updated:

UPSC Aspirant Killed: প্রায় তিন সপ্তাহ পর ৩২ বছরের যুবককে হত‍্যার ষড়যন্ত্রের রহস‍্য উন্মোচন করল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রস্তুতি নিচ্ছিলেন UPSC পরীক্ষার। দিল্লিতে গান্ধি বিহার ফ্ল‍্যাটে ছাত্রের মৃত‍্যুর ঘটনায় নয়া মোড়। প্রায় তিন সপ্তাহ পর ৩২ বছরের যুবককে হত‍্যার ষড়যন্ত্রের রহস‍্য উন্মোচন করল পুলিশ। ঘটনায় ইতিমধ‍্যে যুবকের লিভ ইন পার্টনার-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রাতের সিসিটিভি ফুটেজেই পর্দা ফাঁস! বয়ফ্রেন্ডকে ফ্ল‍্যাটে জ‍্যান্ত পুড়িয়ে মেরেছে প্রেমিকাই, UPSC ছাত্রের মৃত‍্যুর ঘটনায় গ্রেফতার ৩
রাতের সিসিটিভি ফুটেজেই পর্দা ফাঁস! বয়ফ্রেন্ডকে ফ্ল‍্যাটে জ‍্যান্ত পুড়িয়ে মেরেছে প্রেমিকাই, UPSC ছাত্রের মৃত‍্যুর ঘটনায় গ্রেফতার ৩
advertisement

সূত্রের খবর অনুযায়ী, যুবককে হত‍্যার পেছনে মূল চক্রী তার লিভ ইন পার্টনারই। ২১ বছর বয়সী অভিযুক্ত তরুণী অমৃতা ফরেন্সিক সায়েন্সের ছাত্রী। অভিযুক্ত তরুণী তার প্রাক্তন প্রেমিক এবং অন‍্য এক যুবক মিলে যুবককে খুন করেছে বলেই অভিযোগ। অভিযুক্তরা সকলেই উত্তর প্রদেশের মোরাদাবাদের বাসিন্দা।

আরও পড়ুন: অপ্সরার মতো সুন্দরী, রাতারাতি বিপুল নাম-যশ অভিনেত্রীর! মাত্র ২৩ বছরে সব শেষ, ১৭ বার চাকু মারে নিজের ড্রাইভার, নায়িকার বীভত্‍স খুন কেঁপে উঠেছিল গোটা দেশ

advertisement

জানা গিয়েছে, মৃত যুবক রামকেশ মীনা গান্ধী বিহারের একটি বিল্ডিংয়ের চতুর্থ তলায় একা থাকতেন। ৬ অক্টোবর, পুলিশ এবং ফায়ার অফিসাররা একটি সন্দেহজনক এয়ার-কন্ডিশনার বিস্ফোরণের খবর পায়। আগুন নেভানোর পর, অ‍্যাপার্টমেন্টের মধ‍্য থেকে রামকেশ মীনার দগ্ধ দেহ উদ্ধার করা হয়। ঘটনাকে প্রাথমিক ভাবে দুর্ঘটনার রূপ দেওয়ার চেষ্টা হলেও তদন্ত শুরু করার পর খুনের ষড়যন্ত্রের আভাস পায় পুলিশ।

advertisement

প্রাথমিক তদন্তে ৫ অক্টোবর রাতের সিসিটিভি ফুটেজে দুই মুখোশধারী ব্যক্তিকে বিল্ডিংয়ে প্রবেশ করতে দেখা যায়। রাত ২.৫৭ নাগাদ একজন মহিলাকে তাদের একজনের সঙ্গে বাইরে বেরোতে দেখা যায়। এই ফুটেজ আগুন লাগার ঠিক কয়েক মুহূর্ত আগের। সন্দেহ প্রকাশ করেন তদন্তকারীরা।

আরও পড়ুন: জিনিয়াসদের দেশ! পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি বুদ্ধিমান মানুষ বাস করেন জানেন? IQ-এর নিরিখে প্রথম স্থানে কার নাম? তালিকায় ভারত কত নম্বরে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ছট পুজোর আবহে চারিদিক ম ম করে 'তার' সুবাসে! ভিজে জল আনা এই মিষ্টি খেয়েছেন আপনি?
আরও দেখুন

এরপর অভিযুক্ত মহিলার মোবাইলের লোকেশন ট্র‍্যাক করে দেখা যায় তা অপরাধস্থলের কাছেই ছিল। মোরাদাবাদে কয়েকটি অভিযান চালানোর পর ১৮ অক্টোবর অভিযুক্ত তরুণীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সময় তিনি অপরাধ স্বীকার করে তরুণী। দুই সহযোগীর নামও প্রকাশ করে দেয় তরুণী। পরে সকলকেই গ্রেফতার করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/দেশ/
UPSC Aspirant Killed: প্রেমিকের দেহে ঘি মাখালেন প্রেমিকা, মাঝরাতে বেরিয়ে গেলেন বাড়ি থেকে! UPSC ছাত্র খুনে চাঞ্চল্যকর মোড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল