Alipurduar News: ভিকি ডোনারের পরিচালক সুজিত সরকার কী করছেন আলিপুরদুয়ারে? ব্যাপারটা কী! তবে কি নতুন ছবির প্রস্তুতি?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Annanya Dey
Last Updated:
Alipurduar News: ছোটবেলা কেটেছে আলিপুরদুয়ার জেলার হাসিমারাতে তাঁর। এই জেলার প্রকৃতিকে খুব নিবিড় ভাবে চেনেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবির পরিচালক সুজিত সরকার। পিঙ্ক, পিকু, ভিকি ডোনার এর মতো সিনেমার পরিচালক কী করছেন আলিপুরদুয়ারে?
আলিপুরদুয়ার, অনন্যা দে: ছোটবেলা কেটেছে আলিপুরদুয়ার জেলার হাসিমারাতে তাঁর। এই জেলার প্রকৃতিকে খুব নিবিড় ভাবে চেনেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবির পরিচালক সুজিত সরকার। পিঙ্ক, পিকু, ভিকি ডোনার এর মতো সিনেমার পরিচালক কী করছেন আলিপুরদুয়ারে? জানেন কী? তাহলে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রান্তে শুরু হবে কী তাঁর নতুন সিনেমার প্রজেক্ট? উত্তরে তিনি স্পষ্ট করে কিছু না জানালেও তিনি জানিয়েছেন প্রথমবারের মত আলিপুরদুয়ার জেলায় বলিউড সিনেমার শ্যুটিং শুরু করবেন তিনি।
বলিউড ইন্ডাস্ট্রির পরিচালকদের মধ্যে অন্যতম নাম সুজিত সরকারের। তাঁর তৈরি চলচ্চিত্র মানেই নতুন ভাবনার বহিঃপ্রকাশ। অভিনেতা, অভিনেত্রীরা মুখিয়ে থাকেন তাঁর তৈরি সিনেমায় কাজ করার জন্য। এত বড় মাপের পরিচালক হওয়ার পরেও মাটির টানকে উপেক্ষা করতে পারেননা তিনি। মাঝে মধ্যে ছুটে আসেন আলিপুরদুয়ার জেলায়।
আরও পড়ুন-১১০ কিমি বেগে তেড়ে আসছে…! শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’র ‘ল্যান্ডফল’ কখন? আগামী ৩ দিনের জন্য বন্ধ স্কুল-কলেজ, জারি সতর্কতা
হাতে কয়েকটা দিন সময় নিয়ে তিনি এসেছিলেন আলিপুরদুয়ার জেলায়। হঠাৎ করেই তাঁর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর তিনি ভাগ করে নিলেন অনুভূতির কথা। সুজিত সরকারের কাছ থেকে জানা যায় তাঁর ছোটবেলা কেটেছে হাসিমারা বায়ু সেনা ছাউনির আবাসনে।ছোটবেলার দিনগুলি তাঁর কাছে উজ্জ্বল হয়ে ওঠে এই জেলায় এলে। নতুন কোনও স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে ইচ্ছে হলে তিনি চলে আসেন এই জেলায়। শান্তিতে ক’টা দিন এখানে থাকলে নতুন অনেক কাহিনি তাঁর মাথায় আসে।পাশাপাশি এই এলাকার বাঁশের তৈরি বিভিন্ন জিনিস তিনি কিনে নিয়ে যান। পরিচালক সুজিত সরকার জানান, ‘এই জেলায় শুধু প্রকৃতি আছে এমনটা নয়। রয়েছে বিভিন্ন জনজাতি তাঁদের কৃষ্টি ও সংস্কৃতি। একটি ডকুমেন্টারি করলেও কম হয়ে যাবে। এখানকার প্রকৃতি এতটাই সুন্দর যে যেখানে ক্যামেরা ধরা হবে তাই দেখতে সুন্দর লাগবে।’
advertisement
advertisement
আরও পড়ুন-প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই বলি নায়িকার সঙ্গে সহবাস! ১৪ বছর ধরে অভিনয় থেকে উধাও, আজ ২০০০ কোটি টাকার মালিক, এখন কোথায় আছেন গোবিন্দর নায়িকা?
এই জেলায় নতুন কোনও সিনেমার শ্যুটিং শুরু হবে কী না? সেই বিষয়ে মুখ খুলতে নারাজ পরিচালক সুজিত সরকার। তাঁর কথায় বার বার উঠে এসেছে জয়ন্তী ও জলদাপাড়ার নাম। দুটি স্থান তাঁর খুব পছন্দের। তিনি নতুন প্রজেক্টের কাজ শুরু করলে এই দুটি স্থান অনেকাংশ জুড়ে থাকবে বলে তিনি স্পষ্ট করেই জানিয়েছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 27, 2025 2:36 PM IST
