মঙ্গলবার তেমনই একটি ভিডিও দিয়েছেন তিনি৷ ৩৪-বছর বয়সী এই মডেল যেন শরীরচর্চার (Fitness) নতুন সংজ্ঞা দেন বারবার। তাঁর চমৎকার চেহারা প্রমাণ করে যে বয়স কেবল একটি সংখ্যা। উপরন্তু, গ্যাব্রিয়েলা (Gabriella Demetriades) যে এক ছেলের মা, তা বিশ্বাস করা খুব কঠিন।
আরও পড়ুন: গলা বা মুখের কাছে অস্বাভাবিক ব্যথা অনুভব করেন? হতে পারে নিউরোলজিয়া! জেনে নিন এখনই...
advertisement
তাঁর সর্বশেষ ইনস্টাগ্রাম (Instagram) পোস্টে গাছপালা দিয়ে ঘেরা একটি জায়গায় শরীরচর্চা করতে দেখা গিয়েছে তাঁকে। একটি ধূসর রংয়ের জিম পোশাকে ধরা দিয়েছেন তিনি৷ নিজে যেমন প্রতিনিয়ত শরীরচর্চা করেন, তেমনই প্রতি মুহূর্তে অনুরাগীদেরকেও উৎসাহিত করেন শরীরচর্চার জন্য৷
আরও পড়ুন: চড়, লাথিতে সাজানো উদযাপন! জানেন কি অ্যান্টি ভ্যালেন্টাইন্স উইক-ও কিন্তু হয়?
স্কোয়াট পুশ, ওয়েটেড রো , সিঙ্গেল লেগ লিফ্ট , পুশ আপ, কেটল বেল- (Squat push / weighted rows / single leg lift/ push up / kettle bell swings) সমস্ত রকম শরীরচর্চাতেই পারদর্শী। সম্প্রতি, একজন ব্যক্তি মন্তব্য করেছেন যে তার ঠোঁট দেখে মনে হচ্ছে বোতলা কামড়েছে। মডেলও হেসে উত্তর দিয়েছিলেন, “আমি সত্যিই বোলতার কামড় খাইনি। এগুলো আমার স্বাভাবিক ঠোঁট।" তাঁর কিছু যায় আসে না৷
তিনি নিজেই জানিয়েছেন কতরকম কঠিন মন্তব্য শুনতে হয় তাঁকে৷ "আমাকে সব সময় বলা হয় যে আমি যথেষ্ট লম্বা নই, আমার নিতম্বগুলি খুব বড়, আমার উরুগুলি খুব মোটা৷" বলেছিলেন গ্যাবরিলা। তবে গ্যাবরিলার ভাব, "যা খুশি ওরা বলে বলুক৷ ওদের কথায় কী আসে যায়!"
বর্তমানে অর্জুন রামপালের (Arjun Rampal) সঙ্গে লিভ-ইন (Live-In Relationship) সম্পর্কে রয়েছেন এই মডেল৷ তাঁদের এক ছেলেও রয়েছে৷ অর্জুন রামপালের মায়ের শ্রাদ্ধানুষ্ঠানেও দেখা গিয়েছিল তাঁকে৷