জানা গিয়েছে, বোমাসান্দ্রার বাসিন্দা ওই কিশোর তাঁর বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল। সেখানে সাফারি করার সময়েই দেখা যায়, রাস্তার ধারে বসে ছিল লেপার্ডটি। গাড়িটি এগিয়ে আসতেই তার পিছু নেয় লেপার্ডটি।
আরও পড়ুন: উৎসবের মাসেই মাথায় হাত সুরাপ্রেমীদের! কোন শহরে কবে কবে ‘ড্রাই ডে’? তালিকায় কি কলকাতাও?
এরপরেই দেখা যায় নন-এসি জাল দেওয়া একটি সাফারি বাসের উপর ঝাঁপিয়ে পড়ে সেটি। দুর্ভাগ্যবশত, কিশোরটির হাত সেই সময় বাইরে ছিল। জন্তুটির বড় বড় নখে মুহূর্তেই ক্ষতবিক্ষত হয়ে যায় কিশোরটির হাত। সঙ্গে সঙ্গেই তাঁকে নিকটবর্তী জিগানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
এই প্রসঙ্গে ওই পার্কের ডিরেক্টর এভি সূর্য সেন বলেন, “কিশোর এবং তাঁর পরিবার নন-এসি বাসে করে সাফারি করছিলেন। সেই সময় লেপার্ড আক্রমণ করে। কিশোরের হাত বাইরে থাকায় লেপার্ড ওই হাতেই আক্রমণ করেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।”
আরও পড়ুন: প্রেমানন্দ মহারাজের শরীরে মারণ রোগ! ২টি কিডনিই ফেলিওর, তাহলে ১৯ বছর কী করে আছেন তিনি!
এই রকম ঘটনা এর আগেও সামনে এসেছে। এই বায়োলজিক্যাল পার্কে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। ফলে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাগুলি।