TRENDING:

গাড়ির পিছনে ওঁৎ পেতে ছিল যমদূত! হঠাৎ কিশোরের হাতে ঝাঁপিয়ে পড়ল লেপার্ড! তারপর যা হল...

Last Updated:

বেঙ্গালুরুর ওয়াইল্ড লাইফ সাফারি যে মুহূর্তে বদলে যাবে বিভীষিকায় তা বুঝতে পারেননি কেউই। লেপার্ড আক্রমণে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুর বানেরহাট্টা বায়োলজিক্যাল পার্কে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর ওয়াইল্ড লাইফ সাফারি যে মুহূর্তে বদলে যাবে বিভীষিকায় তা বুঝতে পারেননি কেউই। লেপার্ড আক্রমণে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুর বানেরহাট্টা বায়োলজিক্যাল পার্কে। শুক্রবার স্বাধীনতা দিবসের দিন বিকেলে এক ১৩ বছরের কিশোরের উপর আক্রমণ চালায় লেপার্ড। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। কর্ণাটক পোর্টফলিও থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। (এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা)
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

জানা গিয়েছে, বোমাসান্দ্রার বাসিন্দা ওই কিশোর তাঁর বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল। সেখানে সাফারি করার সময়েই দেখা যায়, রাস্তার ধারে বসে ছিল লেপার্ডটি। গাড়িটি এগিয়ে আসতেই তার পিছু নেয় লেপার্ডটি।

আরও পড়ুন: উৎসবের মাসেই মাথায় হাত সুরাপ্রেমীদের! কোন শহরে কবে কবে ‘ড্রাই ডে’? তালিকায় কি কলকাতাও?

advertisement

এরপরেই দেখা যায় নন-এসি জাল দেওয়া একটি সাফারি বাসের উপর ঝাঁপিয়ে পড়ে সেটি। দুর্ভাগ্যবশত, কিশোরটির হাত সেই সময় বাইরে ছিল। জন্তুটির বড় বড় নখে মুহূর্তেই ক্ষতবিক্ষত হয়ে যায় কিশোরটির হাত। সঙ্গে সঙ্গেই তাঁকে নিকটবর্তী জিগানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

এই প্রসঙ্গে ওই পার্কের ডিরেক্টর এভি সূর্য সেন বলেন, “কিশোর এবং তাঁর পরিবার নন-এসি বাসে করে সাফারি করছিলেন। সেই সময় লেপার্ড আক্রমণ করে। কিশোরের হাত বাইরে থাকায় লেপার্ড ওই হাতেই আক্রমণ করেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।”

advertisement

আরও পড়ুন: প্রেমানন্দ মহারাজের শরীরে মারণ রোগ! ২টি কিডনিই ফেলিওর, তাহলে ১৯ বছর কী করে আছেন তিনি!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই রকম ঘটনা এর আগেও সামনে এসেছে। এই বায়োলজিক্যাল পার্কে এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। ফলে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ঘটনাগুলি।

বাংলা খবর/ খবর/দেশ/
গাড়ির পিছনে ওঁৎ পেতে ছিল যমদূত! হঠাৎ কিশোরের হাতে ঝাঁপিয়ে পড়ল লেপার্ড! তারপর যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল