উৎসবের মাসেই মাথায় হাত সুরাপ্রেমীদের! কোন শহরে কবে কবে 'ড্রাই ডে'? তালিকায় কি কলকাতাও?
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
অগাস্ট মানেই উৎসবের মানেই কিন্তু, সেই উৎসবে মাথায় হাত সুরাপ্রেমীদের। দেশের বেশ কিছু শহরে বন্ধ থাকবে মদের দোকান। শুধু মদের দোকানই নয়। বন্ধ থাকবে সমস্ত বার, পাব, রেস্তরাঁও। দেখে নেওয়া যাক কোন কোন শহরে কোন কোন দিন 'ড্রাই ডে' হতে চলেছে।
advertisement
advertisement
দিল্লিতে 'ড্রাই ডে'দিল্লি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে।অর্থাৎ, দিল্লিতে ১৫ অগাস্ট এবং জন্মাষ্টমী উপলক্ষে ১৬ অগাস্ট দিল্লির আবগারি দফতর থেকে সমস্ত মদের দোকান বন্ধ রাখার নোটিস জারি করা হয়েছে।শুধু স্বাধীনতা দিবসই নয় ২ অক্টোবর মহত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষেও বন্ধ থাকবে মদের দোকান।
advertisement
মুম্বইতে 'ড্রাই ডে'আগামী ২৭ অগাস্ট মহারাষ্ট্রতে গণেশ চতুর্থী উপলক্ষে বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। এছাড়াও, স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমীতেও বন্ধ রাখা হয়েছে মদের দোকান। শুধু ২৭ অগাস্টই নয়, অনন্ত চতুর্দশী বা বিসর্জনের দিনেও অর্থাৎ ৬ সেপ্টেম্বর বন্ধ রাখা হবে মদের দোকান। এছাড়াও ৫ সেপ্টেম্বরেও বন্ধ রাখা হতে পারে মদের দোকান।
advertisement
বেঙ্গালুরুতে 'ড্রাই ডে'১৫ অগাস্ট এবং ১৬ অগাস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমীতে বন্ধ রাখা হবে সমস্ত মদের দোকান। মোট ৪৮ ঘণ্টা বন্ধ রাখা হবে সমস্ত মদের দোকান।এছাড়াও, ২৭ অগাস্ট গনেশ চতুর্দশীতে মুম্বই- এর মতন বেঙ্গালুরুতেও মদের দোকান বন্ধ রাখা হবে। এছাড়াও ৬ সেপ্টেম্বর বন্ধ রাখা থাকবে মদের দোকান।