উৎসবের মাসেই মাথায় হাত সুরাপ্রেমীদের! কোন শহরে কবে কবে 'ড্রাই ডে'? তালিকায় কি কলকাতাও?

Last Updated:
অগাস্ট মানেই উৎসবের মানেই কিন্তু, সেই উৎসবে মাথায় হাত সুরাপ্রেমীদের। দেশের বেশ কিছু শহরে বন্ধ থাকবে মদের দোকান। শুধু মদের দোকানই নয়। বন্ধ থাকবে সমস্ত বার, পাব, রেস্তরাঁও। দেখে নেওয়া যাক কোন কোন শহরে কোন কোন দিন 'ড্রাই ডে' হতে চলেছে।
1/5
নয়াদিল্লি: মদ খুব খারাপ- সব জায়গাতেই বেশিরভাগ  মানুষ এই কথা বলে, কিন্তু করে তার উল্টো। মদকে হাত লাগানো মানে নিজেকে ক্ষতি করা। তা সে নিজে মদ খেয়ে নিজের ক্ষতি করুন আর কোথাও আবার প্রশাসনিক -রাজনৈতিক ব্যক্তিত্বরা নিজেদের স্বার্থে মদকে ব্যবহার করেন৷ কিন্তু তার ফল সাময়িক সময়ের জন্য ভাল হলেও দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এর ভয়ানক প্রভাব পড়ে৷ Photo- Representative 
অগাস্ট মানেই উৎসবের মানেই কিন্তু, সেই উৎসবে মাথায় হাত সুরাপ্রেমীদের। দেশের বেশ কিছু শহরে বন্ধ থাকবে মদের দোকান। শুধু মদের দোকানই নয়।
advertisement
2/5
২০২৪-র দোল-হোলিতে এই জেলায় বিয়ার, ফরেন লিকার, দেশি মদ মিলিয়ে ৮ কোটির বেশি টাকার রাজস্ব এসেছিল। সেই জায়গায় এবার তিন কোটি আরও বেশি বিক্রি হয়েছে। ২০২৫ এর দোল-হলিতে ১১ কোটির বেশি মদ বিক্রি হয়েছে জেলায়।
বার, পাব, রেস্তরাঁও। দেখে নেওয়া যাক কোন কোন শহরে কোন কোন দিন 'ড্রাই ডে' হতে চলেছে।
advertisement
3/5
আসলে, মদ কেলেঙ্কারির কারণে অরবিন্দ কেজরিওয়াল জেলেও গেছেন। ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এখনও সরাসরি পরিণাম দেখতে পাননি। কিন্তু তার উপরও তদন্ত সংস্থার তলোয়ার ঝুলছে। ছত্তিশগড় মদ কেলেঙ্কারির তদন্তের আঁচ তার পর্যন্ত পৌঁছেছে। ছত্তিশগড় মদ কেলেঙ্কারিতে ভূপেশ বাঘেলের সংযোগ এখনও তদন্তের আওতায় আছে। এখনও পর্যন্ত তার বিরুদ্ধে চার্জশিট ফাইল হয়নি। কিন্তু এই কেলেঙ্কারির কারণে তার ভাবমূর্তিতে দাগ লেগেছে। এখন হেমন্ত সোরেনও একই ধরনের মদ কেলেঙ্কারির তদন্তের আঁচের মুখোমুখি হতে পারেন। কারণ বিনয় কুমার চৌবে একসময় তার প্রধান সচিব ছিলেন। Photo- Representative
দিল্লিতে 'ড্রাই ডে'দিল্লি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমী উপলক্ষে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে।অর্থাৎ, দিল্লিতে ১৫ অগাস্ট এবং জন্মাষ্টমী উপলক্ষে ১৬ অগাস্ট দিল্লির আবগারি দফতর থেকে সমস্ত মদের দোকান বন্ধ রাখার নোটিস জারি করা হয়েছে।শুধু স্বাধীনতা দিবসই নয় ২ অক্টোবর মহত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষেও বন্ধ থাকবে মদের দোকান।
advertisement
4/5
চণ্ডীগড়ে মদের দামে বিশাল ছাড়
মুম্বইতে 'ড্রাই ডে'আগামী ২৭ অগাস্ট মহারাষ্ট্রতে গণেশ চতুর্থী উপলক্ষে বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। এছাড়াও, স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমীতেও বন্ধ রাখা হয়েছে মদের দোকান। শুধু ২৭ অগাস্টই নয়, অনন্ত চতুর্দশী বা বিসর্জনের দিনেও অর্থাৎ ৬ সেপ্টেম্বর বন্ধ রাখা হবে মদের দোকান। এছাড়াও ৫ সেপ্টেম্বরেও বন্ধ রাখা হতে পারে মদের দোকান।
advertisement
5/5
 বেঙ্গালুরুতে 'ড্রাই ডে'<br />১৫ অগাস্ট এবং ১৬ অগাস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমীতে বন্ধ রাখা হবে সমস্ত মদের দোকান। মোট ৪৮ ঘণ্টা বন্ধ রাখা হবে সমস্ত মদের দোকান।<br />এছাড়াও, ২৭ অগাস্ট গনেশ চতুর্দশীতে মুম্বই- এর মতন বেঙ্গালুরুতেও মদের দোকান বন্ধ রাখা হবে। এছাড়াও ৬ সেপ্টেম্বর বন্ধ রাখা থাকবে মদের দোকান।
বেঙ্গালুরুতে 'ড্রাই ডে'১৫ অগাস্ট এবং ১৬ অগাস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস এবং জন্মাষ্টমীতে বন্ধ রাখা হবে সমস্ত মদের দোকান। মোট ৪৮ ঘণ্টা বন্ধ রাখা হবে সমস্ত মদের দোকান।এছাড়াও, ২৭ অগাস্ট গনেশ চতুর্দশীতে মুম্বই- এর মতন বেঙ্গালুরুতেও মদের দোকান বন্ধ রাখা হবে। এছাড়াও ৬ সেপ্টেম্বর বন্ধ রাখা থাকবে মদের দোকান।
advertisement
advertisement
advertisement