প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ওয়ানাড় জেলায় মুন্ডক্কাই এবং চুরামালার সংযোগস্থল বেইলি ব্রিজ ভেঙে পড়েছিল৷ যার ফলে উদ্ধারকার্যতে আরও বেশি সময় লাগছিল৷ সেখানেই বিপর্যস্ত ভূমিতে আশার রুপোলি রেখা হয়ে দেখা দিল মেজর সীতা অশোক শেলক৷
advertisement
মেজর সীতা অশোক শেলকের নেতৃত্বে মাদ্রাজ স্যাপারস এই বেইলি সেতু নির্মাণে হাত লাগায়৷ বেঙ্গালুরুতে ভারতীয় সেনাবাহিনীর মাদ্রাজ ইঞ্জিনিয়ার গ্রুপ মাদ্রাজ স্যাপারস নামে পরিচিত৷
সীতার নেতৃত্বে বুধবার, রাত সাড়ে নটা নাগাদ সেতুর নির্মাণকাজ শুরু হয়৷ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই এই সেতু নির্মাণ সম্পন্ন হয়৷
দ্রুততার সঙ্গে এই কাজ করার ফলে উদ্ধারকার্য বেশ কিছুটা সহজ হয়েছে৷ এই প্রসঙ্গে প্রতিরক্ষা দফতরের টুইটার হ্যান্ডেল থেকে এই দ্রুত কাজের প্রশংসা করে লেখা হয়েছে, ‘‘ ল্যান্ডস্লাইড থেকে লাইফলাইন৷ যখন প্রকৃতি সেতুকে ভেঙে দেয়, তখন ভারতীয় সেনারা আরও দ্রুততার সঙ্গে মজবুত সেতু নির্মাণ করে দেয়৷’’