TRENDING:

Leander Paes Join Tmc: গোয়ায় বিরাট চমক তৃণমূলের, মমতার হাত ধরে তৃণমূলে লিয়েন্ডার পেজ!

Last Updated:

Leander Paes Join Tmc: তৃণমূলে যোগ দিলেন দেশের গর্ব টেনিস খেলোয়ার লিয়েন্ডার পেজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পানাজি: মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফরের দ্বিতীয় দিনেই বিরাট চমক! সকালে শুরুতেই তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিনেত্রী নাফিসা আলি (Nafisa Ali Joins TMC in Goa)৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছিলেন প্রবীণ এই অভিনেত্রী৷ নাফিসা আলি ছাড়াও তৃণমূলে যোগ দিয়েছেন পরিবেশপ্রেমী মৃণালিনী দেশপ্রভু৷ এরপরই কিছুক্ষণের ব্যবধানে তৃণমূলে যোগ দিলেন দেশের গর্ব টেনিস খেলোয়ার লিয়েন্ডার পেজ (Leander Paes Join Tmc)।
তৃণমূলে লিয়েন্ডার পেজ
তৃণমূলে লিয়েন্ডার পেজ
advertisement

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে লিয়েন্ডার পেজের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। এরপর মমতা বলেন, ''দেশের গর্ব লিয়েন্ডার পেজ। আজ তিনিও আমাদের দলে যোগ দিলেন। গোয়াকে বাংলার মতোই উন্নয়নের প্রতীক হিসেবে গড়ে তুলতে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন।'' প্রসঙ্গত, ইতিমধ্যেই গোয়ায় কংগ্রেসে রীতিমতো ভাঙন ধরিয়েছে। গোয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীও যোগ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে।

advertisement

আরও পড়ুন:  তৃণমূলে অভিনেত্রী নাফিসা আলি, মমতার গোয়া সফরের শুরুতেই বড় চমক

মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম গোয়া সফরে যে বেশ কিছু চমক থাকবে, তা আশা করাই গিয়েছিল। আর ঘটনাচক্রে হচ্ছেও তাই। লিয়েন্ডারের মতো খেলোয়ার, নাফিসা আলির মতো অভিনেত্রী কিংবা মৃণালিনী দেশপ্রভুর মতো পরিচিত মুখের যোগদান সেই চমক ক্রমশই বাড়াচ্ছে।

advertisement

আরও পড়ুন: 'বিজেপি থাকছে', মোদি ও গেরুয়া শিবিরের শক্তির রহস্য কোথায়? মুখ খুললেন প্রশান্ত কিশোর

প্রসঙ্গত, বৃহস্পতিবার গোয়া বিমানবন্দর থেকে পানাজি পৌঁছনোর পথেই কালো পতাকা দেখানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার তা নিয়ে মুখ না খুললেও শুক্রবার তিনি বলেন, ''আমি আসার সময় আমাকে কালো পতাকা দেখিয়েছে। গো ব্যাক বলেছে। আমি সকলকে নমস্তে করেছি। গোয়ায় মানুষই এদের কালো হাত গুঁড়িয়ে দেবে। মনে রাখতে হবে, দিল্লির দাদাগিরি এখানে চলবে না।'' এরপরই তিনি যান পাঞ্জিমের একটি মাছ বাজারে। সেখানে স্থানীয় মৎস্যজীবীদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন তিনি।

advertisement

আরও পড়ুন: মমতার প্রথম গোয়া সফরেই সুনিপুণ অঙ্ক! এক পদক্ষেপেই বোঝা গেল, 'জয়ই লক্ষ্য'

লিয়েন্ডারকে দলে টেনে মমতা বলেন, ''গোয়াকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এভাবে একটা রাজ্য চলতে পারে না। আমাদের রাজ্যে এত সুযোগ তৈরি হয়েছে। গোয়ায় কেন হবে না? আমরা চাই, দেশের মানচিত্রে গোয়া বিশেষ জায়গা করে নিক।'' বৃহস্পতিবার গোয়ায় পৌঁছলেও মূলত শুক্রবার থেকেই 'মিশন গোয়া'তে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিনভর গোয়ায় ঠাসা কর্মসূচি রয়েছে মমতার৷ তারই মাঝে একের পর এক চমক দিয়ে চলেছেন তৃণমূল নেত্রী।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Leander Paes Join Tmc: গোয়ায় বিরাট চমক তৃণমূলের, মমতার হাত ধরে তৃণমূলে লিয়েন্ডার পেজ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল