TRENDING:

Bipin Rawat Last Rites: চিতায় পাশাপাশি বিপিন-মধুলিকা, ১৭ তোপধ্বনিতে শ্রদ্ধা জানালো সেনা

Last Updated:

বিপিন এবং মধুলিকার দুই মেয়ে কৃতিকা এবং তারিনি তাঁদের শেষকৃত্য করেন (CDS Bipin Rawat Last Rites)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: মৃ্ত্যুতেও যেন বিচ্ছেদ ঘটল না দু' জনের৷ দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কয়ারের শ্মশানে একই চিতায় পাশাপাশি শোয়ানো হল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর মধুলিকার দেহ (CDS Bipin Rawat Last Rites)৷ পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর শেষকৃত্য৷
শেষ যাত্রায় বিপিন রাওয়াত৷ Photo- Anushree Fadnavis/Reuters
শেষ যাত্রায় বিপিন রাওয়াত৷ Photo- Anushree Fadnavis/Reuters
advertisement

বিপিন এবং মধুলিকার দুই মেয়ে কৃতিকা এবং তারিনি তাঁদের শেষকৃত্য করেন৷ চিতা জ্বলে উঠতেই সতেরোটি তোপধ্বনিতে দেশের প্রথম সিডিএস-কে (CDS Bipin Rawat)বিদায় জানালো সেনা৷

আরও পড়ুন: জেনারেল বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানালেন বাংলার সাংসদরা

দিল্লির এই শ্মশানেই এ দিন সকালে তামিলনাড়ুর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ব্রিগেডিয়ার এল এস লিডারের শেষকৃত্য সম্পন্ন হয়৷ বিকেল চারটে নাগাদ সেই শ্মশানেই দাহ করা হয় রাওয়াত দম্পতিকে৷

advertisement

advertisement

advertisement

দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন আটশো সেনা৷ সেনাবাহিনীর রীতি মেনেই শেষকৃত্যের আগে সম্মান জানানো হয় বিপিন রাওয়াতকে৷ শ্মশানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও৷ বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল৷ এ ছাড়াও বেশ কয়েকটি দেশের উচ্চপদস্থ সেনাকর্তারাও ভারতের প্রথম সিডিএস-কে শেষ শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন৷

advertisement

আরও পড়ুন: কী করে ঘটল এমন ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা! ঘটনাস্থল ঘুরে দেখল ফরেনসিক দল

ফুল এবং জাতীয় পতাকায় সাজানো কামানবাহী গাড়িতে করে বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর দেহ শ্মশানে নিয়ে আসা হয়৷ শেষ যাত্রায় সামরিক বাহিনীর সদস্যরা ছাড়াও ছিলেন বহু সাধারণ মানুষ৷ শেষকৃত্যের সময় শ্মশানেও 'ভারত মাতা কি জয়', 'বিপিন রাওয়াত অমর রহে'-র মতো স্লোগান দিয়ে নিহত সেনা কর্তাকে শেষ শ্রদ্ধা জানান অসংখ্য সাধারণ মানুষ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বুধবার তামিলনাড়ুর কুন্নুরে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা সহ ১৩ জন৷ এখনও পর্যন্ত বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা, ব্রিগেডিয়ার এল এস লিডার এবং ল্যান্স নায়েক বিবেক কুমারের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে৷ বাকিদের দেহ দিল্লির আর্মি বেস হাসপাতালেই রাখা রয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Bipin Rawat Last Rites: চিতায় পাশাপাশি বিপিন-মধুলিকা, ১৭ তোপধ্বনিতে শ্রদ্ধা জানালো সেনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল