রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের ডিরেক্টর কামেশ্বর প্রসাদ বলেন, লালুপ্রসাদ যাদবের কিডনি ও হার্টের একাধিক সমস্যা রয়েছে। তাঁকে সেই কারণে দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আরও পড়ুন: নাবালিকার সঙ্গে প্রেম, অভিযুক্তকে জামিন দিল POCSO আদালত, ভবিষ্যতের কথা ভেবেই রায় আদালতের
এর আগে সিবিআই আদালত লালুপ্রসাদ যাদবকে পঞ্চম পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত করে। সেখানে পাঁচ বছরের জন্য তাঁকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ৬০ লক্ষ টাকা জরিমানা করা হয়। গত ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখে এই সাজা ঘোষণা করা হয়। সেখানে বলা হয় মোট ১৩৯ কোটি টাকার বেশি অর্থ তছরূপের ঘটনা রয়েছে। দোরান্ডা তহবিল থেকে এই টাকা তোলা হয়েছিল বলেই অভিযোগ।
advertisement
আরও পড়ুন: রামপুরহাট নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক, ওসি এসডিওপিকে ক্লোজ
১৯৯৬ সালে পাটনা হাইকোর্টের নির্দেশে এই পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সিবিআই তদন্ত শুরু করে। অবিভক্ত বিহার থাকতেই এই বিষয়ে প্রথম মামলা দায়ের করে সিবিআই। ১৯৯৭ সালের জুন মাসে অভিযুক্তদের তালিকায় লালুপ্রসাদের নাম অন্তর্ভুক্ত হয়। যে চার্জশিট পেশ করে সিবিআই, সেখানে নাম ছিল লালুর।